Jhalak Dikhhla Jaa: জল্পনার অবসান, ডান্স রিয়ালিটি শো-এর বিচারক হতে নারাজ কাজল, প্রস্তাবে রাজি হলেন কে!
Kajol: জল্পনার অবসান ঘটল, না, কাজল এই শো-এর বিচারকের আসন নিতে নারাজ। সেই খবর সামনে আসতেই ভক্তদের বেজায় মন খারাপ।
একাধিক রিয়ালিটি শো ঘিরে এখন দর্শকমনে উত্তেজনার পারদ তুঙ্গে। কখনও গান, কখনও আবার নাচ, বিভিন্ন খেলা নিয়েও তৈরি হওয়া রিয়ালিটি শো-এর টিআরপি বরাবরই থাকে তুঙ্গে। যার মধ্যে থেকে অন্যতম হল ঝলক দিখলা যা। তবে এই ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে এবার বিচারকের আসনে কে থাকছেন, তা ঘিরে বেশ কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। কয়েকদিন ধরেই টেলি দুনিয়ায় কান পাতলে শোনা যাচ্ছিল এই শো-এর বিচারক হয়ে আসতে চলেছেন কাজল।
তবে সেই জল্পনার অবসান ঘটল এবার, না, কাজল এই শো-এর বিচারকের আসন নিতে নারাজ। সেই খবর সামনে আসতেই ভক্তদের বেজায় মন খারাপ। তবে কেবল খারাপ খবর নয়, সঙ্গে রয়েছে একট সারপ্রাইজও। আর সেই চমকের নামই হল মাধুরী দীক্ষিত। টানা ৫ বছরের বিরতি। ঝলক দিখলা যা রিয়ালিটি শোর বিচারক ছিলেন তিনি এক সময়। তবে শেষ দেখা গিয়েছিল তাঁকে ২০১৭ সালে। তারপর ৫ বছরে পাল্টে যায় বিচারক। আবারও ১০ম সিজ়নে অর্থাৎ ২০২২ সালে এই রিয়ালিটি শো-এর মঞ্চে ফিরছেন তিনি।
সম্প্রতি ইটাইমসে বেরনো এক খবর অনুযায়ী মাধুরীর কাছে এটা হল অনেকটা ঘরে ফেরার মত। দীর্ঘ দিনের সম্পর্ক এই মঞ্চের সঙ্গে। তবে মাঝে অন্য রিয়ালিটি শো-তে চুক্তিবদ্ধ হওয়ায়, সমস্যায় পড়েছিলেন সকলেই। তাই ৫ বছর পর ফিরছেন মাধুরী, এতেই আবার খুশির হওয়া ভক্তমহলে। কোভিডের পর একে একে ছন্দে ফিরছে সিনে দুনিয়া। পাশাপাশি টেলি দুনিয়ার বিভিন্ন শো-ও শুরু হয়ে গিয়েছে দস্তুর মত। এবার আসতে চলেছে ঝলক দিখলা যা সিজ়ন ১০। আর সেখানেই থাকছে এবার মাধুরী চমক। শেষ সিজ়নে শাহিদ কাপুর ও জ্যাকলিনকে বিচারক হিসেবে নিয়ে আসা হয়েছিল। তবে এবার তাঁদের দুজনের কেউ থাকছেন না শো-তে।