Ghanshyam Nayak: ‘শরীর জুড়ে ব্যথা, জল খেতে পারতেন না…’, ক্যানসার-যুদ্ধে হার মানলেন ‘নাট্টুকাকা’

এর আগে কেমোথেরাপি নিয়েই শুটিংয়ে ফিরেছিলেন তিনি। কেমোথেরাপি প্রসঙ্গে তাঁর ছেলে বিকাশ সে সময় জানিয়েছিলেন, আপাতত তাঁর দেহে বিশেষ কোনও সমস্যা নেই।

Ghanshyam Nayak: 'শরীর জুড়ে ব্যথা, জল খেতে পারতেন না...', ক্যানসার-যুদ্ধে হার মানলেন 'নাট্টুকাকা'
'নাট্টুকাকা'র শেষ দিনগুলির স্মৃতিচারণ সহঅভিনেতার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 12:36 PM

প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা ঘনশ্যাম নায়ক ওরফে নাট্টু কাকা। জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কি উল্টা চশমা’তে ওই নামেই পরিচিত ছিলেন তিনি। তাঁর শেষের দিনগুলি কেমন কেটেছে তা নিয়েই এক সংবাদমাধ্যমে স্মৃতিচারণ করলেন ওই ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা তন্ময় ভেকারিয়া ওরফে বজ্ঞা।

দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘নাট্টু কাকা’। গত দু-তিন মাস ধরেই শরীরে ছিল অসহ্য ব্যথা। তন্ময় বলেন, “এখন উনি অনেক ভাল জায়গায় আছেন। ওঁর ছেলের সঙ্গে কথা হতো। তিনি জানিয়েছিলেন ওঁর সারা দেহে ভীষণ ব্যথা ছিল, কথা বলতে, গিলতে, এমনকি জল খেতেও পারতেন না তিনি।”

এর আগে কেমোথেরাপি নিয়েই শুটিংয়ে ফিরেছিলেন তিনি। কেমোথেরাপি প্রসঙ্গে তাঁর ছেলে বিকাশ সে সময় জানিয়েছিলেন, আপাতত তাঁর দেহে বিশেষ কোনও সমস্যা নেই। প্রতি মাসে একবার করে কেমো নিতে হচ্ছে তাঁকে। গত বছর ঘাড়ে আটটি লাম্প পাওয়া যায় বর্ষীয়ান ওই অভিনেতার। জানা যায় প্রত্যেকটিই ক্যানসারাস। সেই মতো চিকিৎসাও শুরু হয়। এ বছর আবারও ঘাড়ে ‘লাম্প’ দেখা যায় তাঁর। হয় অস্ত্রোপচার। হয় কেমোথেরাপিও। অভিনেতাও কাজে ফিরে ছিলেন উচ্ছ্বসিত।

এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমি ভাল আছি। আবার চিকিৎসা শুরু করতে হল এই যা। চার মাস পরে দামানে তারক মেহতার জন্য শুট করলাম আমি। বিশ্বাস করুন, দারুণ মজা করেছি।” সেই মজা চিরস্থায়ী হল না। চলে গেলেন ‘নাট্টু কাকা’।