Feluda: শীতের ছুটিতে এবার বড়পর্দায় ফেলুদা, কোন গল্পের সমাধানে এবার ফ্রেমে ইন্দ্রনীল?
Feluda: ইন্দ্রনীলকে নিয়ে ফেলুদার খবর যখন ঘোষণা করেছিলেন সন্দীপ রায় অনেকেই প্রশ্ন করেছিলেন ফেলুদা হিসেবে ইন্দ্রনীলকে কেমন লাগবে তা নিয়ে, কিন্তু বর্তমানে ইন্দ্রনীল ফেলুদা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

শীতের ছুটিতে পর্দায় রহস্য গল্প না থাকাটা যেন বাঙালির কাছে বড্ড অস্বস্তিকর। তাই প্রতিবারের মতোই এবারও পর্দায় ফেলুদা নিয়ে হাজির হচ্ছেন পরিচালক সন্দীপ রায়। তাঁর নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে এটি দ্বিতীয় ছবি। ইতিমধ্যেই হত্যাপুরীতে নতুন ফেলুদা টিমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সকলের। এবার সেই টিমকে নিয়ে আবারও পর্দায় ফিরছেন সন্দীপ রায়। এবারের গল্প নয়ন রহস্য। গল্পের নাম শুনেই ফেলুদা ভক্তরা অনুমান করে নিতে পারছেন, যে এবারে থাকছে টানটান উত্তেজনা, সঙ্গে রহস্যে মোড়া এক অন্য স্বাদের গল্প। নয়ন উধাও সঙ্গে হিঙ্গোরানির মৃত্যু রহস্য, সব মিলিয়ে দর্শক মনে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।
ইন্দ্রনীলকে নিয়ে ফেলুদার খবর যখন ঘোষণা করেছিলেন সন্দীপ রায় অনেকেই প্রশ্ন করেছিলেন ফেলুদা হিসেবে ইন্দ্রনীলকে কেমন লাগবে তা নিয়ে, কিন্তু বর্তমানে ইন্দ্রনীল ফেলুদা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অভিজিৎ গুহ-কে যেখানে দেখা যাবে লালমোহন গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় আর আয়ুষ দাসকে দেখা যাবে তোপসের ভূমিকাতে। প্রাথমিকভাবে আয়ুষ দাস অর্থাৎ তোপসেকে নিয়ে খানিক প্রশ্ন ছিল দর্শক মনে, তবে এবার আশা করা যায় তোপসে অনেক বেশি পরিণত হয়ে উঠবে। শোনা যাচ্ছে চলতি বছর শীতের ছুটিতেওই পর্দায় আসতে ফেলুদা। যে খবর প্রকাশ্যে আসতেই খুশির মেজাজ ভক্তমনে।
সন্দীপ রায় ফেলুদা প্রসঙ্গে অতীতে TV9 বাংলাকে জানিয়েছিলেন, কাউকে অনুসরণ করবে না। কারও মতো হওয়ার চেষ্টা করবে না। নিজের মতো অভিনয় করবে। চিত্রনাট্য পড়, গল্পগুলো পড়। গল্পের মধ্যেই সমস্ত লেখা আছে। কারণ মজার বিষয় হল, বাবা যখন ফেলুদা লিখতে শুরু করেছিলেন (ফেলুদার প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে), তখন কিন্তু নিছকই একটা গোয়েন্দা গল্প লিখবেন বলে লিখেছিলেন। ওটা নিয়ে যে পরবর্তীতে ধারাবহিকভাবে বাবা আরও লিখবেন, তেমন কোনও পরিকল্পনা তো ছিল না। কোনও ছক ছিল না, কোনও খসড়া ছিল না। পরে বাবা অনেককিছু যোগ করেছিলেন। তাই শুধু ফেলুদাই নয়, যিনি তোপসে হবেন, যিনি জটায়ু হবেন, সবার ক্ষেত্রেই আমি চাই অভিনয়ের আগে সবাই যেন গল্পটা ভাল করে পড়ে। ওখানেই সব লেখা আছে, আমায় কিছুই বলে দিতে হবে না।





