বিয়ের রেশ হয়নি শেষ! এবার গোটা টলিউড ডেকে উদযাপন পরম-পিয়ার, এলেন কারা?
বিয়ে হয়েছে গোপনে, মধুচন্দ্রিমাও সারা, তবু যেন সেলিব্রেশনে শেষ নেই। কথা হচ্ছে চর্চিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর।
রবিবার সন্ধেই সেই রেশই চলল আরও খানেক। নিজের বাড়িতেই এক রিসেপশন পার্টি দিলেন পরম।
প্রায় গোটা টলিউডই হাজির ছিলেন সেই পার্টিতে। চারিদিকে তাকালেই যুগলদের ছড়াছড়ি।
ক্রিস্টমাসের আগে পোশাকেও ছিল পাশ্চাত্যের ছোঁয়া। সঙ্গে দেদার খাওয়া আর অফুরন্ত মদ্যপান।
সৃজিত মুখোপাধ্যায়-মিথিলা, আবির-নন্দিনী, গৌরব-ঋদ্ধিমা-- টলিপাড়ার চেনা জুটিরা এলেন, দেখলেন, ছবিও তুললেন অগুণতি।
শুধু কি তাই? সদ্য বিবাহিত সন্দীপ্তা সেনকে দেখা গেল বরকে নিয়ে হাজির হতে। কলকাতার দুই প্রযোজনা সংস্থার মাথা শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি ও নিসপাল সিং রানেকেও কিন্তু দেখা গেল।
বাড়তি পাওনা ঈশা সাহা, বিক্রম চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ।
গানে-আড্ডায় গল্পে জমে উঠল তাঁদের বিশেষ দিনটি। সেই অনুষ্ঠানেরই ঝলক রইল টিভি নাইন বাংলার এই প্রতিবেদনে।