‘সাসপেন্স রাখা উচিত’, শ্রাবন্তীর বিজেপি-যোগের পর নিজের সম্পর্কে TV9 বাংলাকে বললেন রোশন

আজ শ্রাবন্তীর জীবনে একটা বড় দিন। সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন তিনি। এমন দিনে তাঁকে কী বললেন রোশন? TV9 বাংলাকে প্রথম প্রতিক্রিয়া জানালেন তিনি।

'সাসপেন্স রাখা উচিত', শ্রাবন্তীর বিজেপি-যোগের পর নিজের সম্পর্কে TV9 বাংলাকে বললেন রোশন
রোশন এবং শ্রাবন্তী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2021 | 2:10 PM

সোমবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে তিনি পদ্ম পতাকা তুলে নেন। সঙ্গে ছিলেন বিজেপি আইটি সেল-প্রধান অমিত মালব্য। প্রসঙ্গত, এর আগে টলিপাড়ার পরিচিত মুখ যশ ও হিরণ-সহ একাধিক তারকা যোগ দিয়েছিলেন বিজেপিতে। এ বার রাজনীতির ইনিংস শুরু করলেন এই অভিনেত্রীও।

গত কয়েক মাস ধরে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন সংবাদ শিরোনামে রয়েছে। শ্রাবন্তী এবং রোশনের (Roshan Singh) দাম্পত্য সম্পর্কেও চিড় ধরেছে বলে গুঞ্জন বেশ কিছুদিন যাবৎ। ইদানিং একসঙ্গে থাকেন না তাঁরা। TV9 বাংলার এক সাক্ষাৎকারে কার্যত এই তথ্য স্বীকারও করে নিয়েছিলেন রোশন।

সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার নিরিখে শ্রাবন্তীর জীবনে সোমবার অবশ্য়ই একটা বড় দিন। এমন দিনে তাঁকে কী বললেন রোশন? TV9 বাংলাকে প্রথম প্রতিক্রিয়া জানালেন তিনি। একই সঙ্গে তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনাও উস্কে দিলেন। সূত্রের খবর, আগামী দিনে রোশনও সক্রিয় রাজনীতিতে যোগ দিতে পারেন।

আরও পড়ুন, মিমির ‘চিকু’র জন্য প্রকাশ্যেই আরোগ্য কামনা করলেন রাজ

শ্রাবন্তী বিজেপিতে যোগ দিলেন। আপনি কী বলবেন?

আমি তো জানতামই না খবরটা। ও যে বিজেপিতে যোগ দেবে, তার কোনও ধারণাও ছিল না আমার। বেস্ট অফ লাক ফর হার নিউ জার্নি। ভাল করুক। দেশের সেবা করুন। আর নিজের অন্য প্রফেশনকে আরও ভাল মতো নিক।

আপনি সরাসরি শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন?

না না, আপনারাই ওকে আমার তরফে শুভেচ্ছা জানিয়ে দিন। ওর নতুন প্রফেশন… না, প্রফেশন বলব না, কাজের জায়গায় খুব ভাল করুক। এটাই চাইব।

অন্য অনেক দল রয়েছে রাজনীতির ময়দানে। শ্রাবন্তী বিজেপিতেই কেন যোগ দিলেন বলে মনে হয়?

এটা ওর ব্যক্তিগত ব্যাপার। হতে পারে ওর বিজেপি দলটা ভাল লাগে। বিজেপির আদর্শ ভাল লাগে।

আরও পড়ুন, কেমন আছেন ঐন্দ্রিলা? সব্যসাচীকে পাশে নিয়ে ছবি শেয়ার করলেন নিজেই

আসন্ন নির্বাচনে শ্রাবন্তী কি টিকিট পাবেন?

এটা পুরোপুরি দলের ব্যাপার। দলের ওপর নির্ভর করবে ওকে টিকিট দেবে নাকি দেবে না। বিজেপি তো খুব তাড়াতাড়ি লিস্ট বের করবে। তখনই জানতে পারব।

আপনার কাছে কোনও দলে যোগ দেওয়ার অফার রয়েছে?

আমি? (হাসি) কয়েকদিন ওয়েট করলে জানতে পারবেন। কিছু-কিছু জিনিস সাসপেন্স রাখা উচিত।

সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনওদিন আপনার সঙ্গে শ্রাবন্তী আলোচনা করেছিলেন?

না, আমাদের মধ্যে এ সব কোনওদিন আলোচনা হয়নি।

আরও পড়ুন, মা হতে চলেছেন সোনালি, আগামী জুনে আসছে নতুন সদস্য