Tolly Gossip: ‘প্রাইভেট রাখতে চেয়েছিলাম’, বিয়ে শেষে আর কী বললেন পরমব্রত?
Tolly Gossip: না, এই কিছু মাস আগেও পিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেমের খবরে মান্যতা দিতে নারাজ ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আমজনতার কাছে তাঁরা ছিলেন শুধুই বন্ধু। তবে সম্পর্ক যে বন্ধুত্বের চেয়েও আরও গভীর, সে প্রমাণ মিলেছে আজ অর্থাৎ সোমবার। সাতপাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।

না, এই কিছু মাস আগেও পিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেমের খবরে মান্যতা দিতে নারাজ ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আমজনতার কাছে তাঁরা ছিলেন শুধুই বন্ধু। তবে সম্পর্ক যে বন্ধুত্বের চেয়েও আরও গভীর, সে প্রমাণ মিলেছে আজ অর্থাৎ সোমবার। সাতপাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। অনাড়ম্বর ভাবে বিয়ে সেরেছেন দু’জনেই। বিয়ে করেই সংবাদমাধ্যমের সামনে প্রথমবার মুখ খুলতে দেখা গেল তাঁকে। প্রথমটায় কিছুই বলতে চাননি। ‘কেমন লাগছে’ জিজ্ঞাসা করতেই তাঁর রসিকতা, ‘অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে, ঠিক তেমনটাই লাগছে’। এর পরেই জুড়লেন, “জাস্ট আমার ছোটবেলার এক বন্ধুর বাড়িতে আত্মীয় পরিজন নিয়ে বিয়ে হল। রীতি মেনে বিয়ে হয়নি। প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছি। তাই রাখতে পারব। দেখি পরবর্তীতে বড় করে কিছু করার ইচ্ছে রয়েছে।”
এর চেয়ে বেশি কথা বাড়াতে চাননি অভিনেতা। যা ছিল ব্যক্তিগত, তা আপাতত তেমনটাই রাখতে চেয়েছেন তিনি। অন্যদিকে সকাল থেকেই পিয়াও ফোনে অধরা। তবে নতুন জীবনের সূচনা যে নতুন ভাবেই করেছেন তাঁরা, সে প্রমাণ মিলেছে পরমব্রতের এক পোস্টে। বিয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “Let us go then, you and I, When the evening is spread out against the sky”– যার বাংলায় ভাবানুবাদ করলে দাঁড়ায়, ‘চলো তবে যাই, তুমি আর আমি… যখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে সন্ধে…”যে সন্ধে প্রেমের… যে সন্ধে শুভ সূচনার।
View this post on Instagram





