TRP: কড়া টক্করে ‘জগদ্ধাত্রী’, ‘পরিণীতা’ কি প্রথম স্থান ধরে রাখতে পারল?
Weekly Report: নতুন যে তিনটে ধারাবাহিক শুরু হয়েছে, সেখানে 'পরশুরাম' রয়েছে প্রথম পাঁচে। বেশ ভালো রেটিং নিয়ে শুরু করেছে এই ধারাবাহিক, সংশয় নেই। আগামী সপ্তাহে 'পরশুরাম' আর 'চিরদিনই তুমি যে আমার' খেলা ঘোরাতে পারে কিনা, সেই দিকে নজর থাকবে দর্শকদের।

১১টা সপ্তাহ। ‘পরিণীতা ধারাবাহিককে বাংলার এক নম্বর জায়গা থেকে সরাতে পারল না কেউ। এই সপ্তাহে বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে এই ধারাবাহিকের রেটিং ৭.২। আগের সপ্তাহে বিরোধী চ্যানেলে নতুন শো ‘পরশুরাম’ শুরু হয়েছে। প্রথম সপ্তাহেই ‘পরিণীতা’কে ভালো টক্কর দিয়েছিল ইন্দ্রজিত্ বসু আর তৃণা সাহা অভিনীত নতুন ধারাবাহিকটা। তবে দ্বিতীয় সপ্তাহে সামান্য রেটিং কমেছে ‘পরশুরাম’-এর। এদিকে ‘পরিণীতা’ বেশ কিছুটা রেটিং বাড়িয়ে আবার বেঙ্গল টপার। শুরু হয়েছে আইপিএল।
এই সময়ে বাংলা ধারাবাহিকের রেটিংয়ে তার কী প্রভাব পড়বে, সেই দিকেই নজর রয়েছে। ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’-র মতো ধারাবাহিক পুরোনো চাল। এখনও রেটিংয়ে বাড়ছে। বরং ‘গীতা এলএলবি’-র সঙ্গে টক্কর শুরু হয়ে গেল ‘চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিকের। জীতু কমল- দিতিপ্রিয়া রায় অভিনীত এই ধারাবাহিকের পক্ষে স্লট লিডার হওয়ার কাজটা কঠিন। কারণ বাংলা জুড়ে গীতা চরিত্রটির জনপ্রিয়তা তুঙ্গে। তবে শুরুর দ্বিতীয় সপ্তাহে, এই ধারাবাহিক গীতা এলএলবি-র সঙ্গেই যৌথভাবে স্লট লিডার।
৬-এর উপর রেটিং খুব বেশি ধারাবাহিকের নেই। ‘পরিণীতা’, ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’, ‘রাঙামতি তিরন্দাজ’, এই চারটে ধারাবাহিকের রেটিং ৬-এর উপর। ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘কথা’ আর ‘গৃহপ্রবেশ’-র রেটিং ভালো। প্রথম দু’টো আছে ৫.৯-তে। গৃহপ্রবেশ-এর রেটিং ৫.৮। ‘চিরসখা’ এগিয়ে গিয়েছে ‘মিত্তিরবাড়ি’ ধারাবাহিকের চেয়ে। নতুন যে তিনটে ধারাবাহিক শুরু হয়েছে, সেখানে ‘পরশুরাম’ রয়েছে প্রথম পাঁচে। বেশ ভালো রেটিং নিয়ে শুরু করেছে এই ধারাবাহিক, সংশয় নেই। আগামী সপ্তাহে ‘পরশুরাম’ আর ‘চিরদিনই তুমি যে আমার’ খেলা ঘোরাতে পারে কিনা, সেই দিকে নজর থাকবে দর্শকদের।





