Hibiscus for Cancer Treatment: ক্যানসারের চিকিৎসার জন্য কার্যকরী ঘরোয়া এই ফুল, চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করুন

Herbal Remedies for Breast Cancer: ঠিক সময়ে ধরা পড়লে এবং চিকিৎসা করলে স্তন ক্যানসারের পুরোপুরি নিরাময় সম্ভব। অযথা ভয় পাবেন না কিংবা ফেলে রাখবেন না

| Edited By: | Updated on: Jan 09, 2023 | 6:04 PM
ক্যানসার শুনলে প্রাথমিক ভাবে একটা ভয় আর ধাক্কা অনেকের লাগে। তবে ক্যানসারের অনেক প্রকার রয়েছে। সব ধরণের ক্যানসার মানেই যে উদ্বেগের তা কিন্তু একেবারেই নয়। সঠিক সময়ে ক্যানসারের লক্ষণ ধরা পড়লে এবং চিকিৎসা হলে সম্পূর্ণভাবে রোগমুক্তি সম্ভব। স্তন ক্যানসারও একরকম ক্যানসার যা দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতে। NCBI-এর রিপোর্ট অনুযায়ী, 2022 সালে প্রায় 20 লক্ষ স্তন ক্যান্সারের ঘটনা ঘটেছে। সঠিক সময়ে স্তন ক্যানসারের লক্ষণগুলি ধরা পড়লে খুব ভাল চিকিৎসা সম্ভব। আর তাই এই ক্যানসার থেকে ভীত হওয়ার কিছুই নেই বরং সঠিক সময়ে চিকিৎসা শুরু করা জরুরি।

ক্যানসার শুনলে প্রাথমিক ভাবে একটা ভয় আর ধাক্কা অনেকের লাগে। তবে ক্যানসারের অনেক প্রকার রয়েছে। সব ধরণের ক্যানসার মানেই যে উদ্বেগের তা কিন্তু একেবারেই নয়। সঠিক সময়ে ক্যানসারের লক্ষণ ধরা পড়লে এবং চিকিৎসা হলে সম্পূর্ণভাবে রোগমুক্তি সম্ভব। স্তন ক্যানসারও একরকম ক্যানসার যা দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতে। NCBI-এর রিপোর্ট অনুযায়ী, 2022 সালে প্রায় 20 লক্ষ স্তন ক্যান্সারের ঘটনা ঘটেছে। সঠিক সময়ে স্তন ক্যানসারের লক্ষণগুলি ধরা পড়লে খুব ভাল চিকিৎসা সম্ভব। আর তাই এই ক্যানসার থেকে ভীত হওয়ার কিছুই নেই বরং সঠিক সময়ে চিকিৎসা শুরু করা জরুরি।

1 / 6
স্তন ক্যানসারের চিকিৎসার মধ্যে রয়েছে অনেক ধরনের ওষুধ, হরমোন থেরাপি, রেডিয়েশন থেরাপি এবং সার্জারি। তবে ঠিক কী কী চিকিৎসা প্রয়োজন তা রোগের লক্ষণ দেখে চিকিৎসক ঠিক করেন। অধিকাংশ ক্ষেত্রে সার্জারির পর রেডিয়েশন থেরাপি চলে। আবার কিছুজনের ক্ষেত্রে সার্জারির পর ওষুধেও কাজ চলে যায়।

স্তন ক্যানসারের চিকিৎসার মধ্যে রয়েছে অনেক ধরনের ওষুধ, হরমোন থেরাপি, রেডিয়েশন থেরাপি এবং সার্জারি। তবে ঠিক কী কী চিকিৎসা প্রয়োজন তা রোগের লক্ষণ দেখে চিকিৎসক ঠিক করেন। অধিকাংশ ক্ষেত্রে সার্জারির পর রেডিয়েশন থেরাপি চলে। আবার কিছুজনের ক্ষেত্রে সার্জারির পর ওষুধেও কাজ চলে যায়।

2 / 6
স্তন ক্যানসার রুখতে ঘরোয়া বেশ কিছু প্রতিকার রয়েছে। জবাফুল স্তন ক্যানসার রুখতে দারুণ ভাবে কাজ করে। মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি মেনেই চিকিৎসা সবচাইতে ভাল।

স্তন ক্যানসার রুখতে ঘরোয়া বেশ কিছু প্রতিকার রয়েছে। জবাফুল স্তন ক্যানসার রুখতে দারুণ ভাবে কাজ করে। মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি মেনেই চিকিৎসা সবচাইতে ভাল।

3 / 6
জবা ফুলের নির্যাসের মধ্যে রয়েছে বেশ কিছু বায়োঅ্যাকটিভ যৌগ যা ক্যানসার ঠেকাতে সাহায্য করে। এই ফুলের নির্যাসের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিকার্সিনোজেনিক বৈশিষ্ট্য। নিয়মিত ব্যবহার করতে পারলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়।

জবা ফুলের নির্যাসের মধ্যে রয়েছে বেশ কিছু বায়োঅ্যাকটিভ যৌগ যা ক্যানসার ঠেকাতে সাহায্য করে। এই ফুলের নির্যাসের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিকার্সিনোজেনিক বৈশিষ্ট্য। নিয়মিত ব্যবহার করতে পারলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়।

4 / 6
গবেষণায় দেখা গিয়েছে জবা ফুলের নির্যাস স্তন ক্যানসারের ট্রিপল নেগেটিভ এবং ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ কোষগুলির বিরুদ্ধে লড়াই করে। তবে এসবের আগে চিকিৎসকের কাছে যান। তাঁর পরামর্শ মতো চলুন। সঠিক পরীক্ষা আর চিকিৎসা হলে এমনিই সুস্থ হয়ে উঠবেন। এসবের কোনও প্রয়োজন পড়বে না।

গবেষণায় দেখা গিয়েছে জবা ফুলের নির্যাস স্তন ক্যানসারের ট্রিপল নেগেটিভ এবং ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ কোষগুলির বিরুদ্ধে লড়াই করে। তবে এসবের আগে চিকিৎসকের কাছে যান। তাঁর পরামর্শ মতো চলুন। সঠিক পরীক্ষা আর চিকিৎসা হলে এমনিই সুস্থ হয়ে উঠবেন। এসবের কোনও প্রয়োজন পড়বে না।

5 / 6
প্রত্যেক মেয়েরই উচিত নিয়মিত নিজের স্তন পরীক্ষা করা। কোনও রকম অস্বাভাবিকতা দেখলে চিকিৎসকের কাছে যান। প্রয়োজনীয় পরীক্ষা করান। ঠিক সেরে উঠবেনই। হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ভরসায় থাকবেন না

প্রত্যেক মেয়েরই উচিত নিয়মিত নিজের স্তন পরীক্ষা করা। কোনও রকম অস্বাভাবিকতা দেখলে চিকিৎসকের কাছে যান। প্রয়োজনীয় পরীক্ষা করান। ঠিক সেরে উঠবেনই। হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ভরসায় থাকবেন না

6 / 6
Follow Us: