AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paan Benefits: শেষপাতে মুখশুদ্ধি হিসেবে কেন পান খাওয়া হয় জানেন?

Health Benefits Of Paan: পুজো-পার্বণ থেকে শুরু করে স্বাস্থ্যরক্ষা, পানপাতার একাধিক ভূমিকা রয়েছে

| Edited By: | Updated on: Jun 30, 2022 | 11:29 PM
Share
আমাদের দেশে পান শুভ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যে কোনও শুভ অনুষ্ঠানেই পান লাগে। পুজো থেকে বিয়ে, অন্নপ্রাশন- পান ছাড়া কোনও কাজই সম্পন্ন হয় না। এছাড়াও মুখশুদ্ধি হিসেবেও পান ব্যববার করা হয়। তবে পান খেয়ে কিন্তু যত্রতত্র পিক ফেলবেন না। এটি খুবই খারাপ অভ্যাস।

আমাদের দেশে পান শুভ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যে কোনও শুভ অনুষ্ঠানেই পান লাগে। পুজো থেকে বিয়ে, অন্নপ্রাশন- পান ছাড়া কোনও কাজই সম্পন্ন হয় না। এছাড়াও মুখশুদ্ধি হিসেবেও পান ব্যববার করা হয়। তবে পান খেয়ে কিন্তু যত্রতত্র পিক ফেলবেন না। এটি খুবই খারাপ অভ্যাস।

1 / 6
তবে পান আমাদের  ঐতিহ্য। বাংলা গল্প উপন্যাসেও পানের উল্লেখ রয়েছে। পানের বরজে ঢোকারও বেশ কিছু নিয়ম আছে। শুদ্ধ কাপড়ে তবেই পানের বরজে যাওয়া যায়।

তবে পান আমাদের ঐতিহ্য। বাংলা গল্প উপন্যাসেও পানের উল্লেখ রয়েছে। পানের বরজে ঢোকারও বেশ কিছু নিয়ম আছে। শুদ্ধ কাপড়ে তবেই পানের বরজে যাওয়া যায়।

2 / 6
পান খেতে খানিকটা কষাটে হলেও যারা খায়, তারা সুপারি, চুন-সহ অনেক কিছু দিয়ে একসঙ্গে খান। আপাতদৃষ্টিতে পান খাওয়ার অভ্যাস খারাপ মনে হলেও পানের কিন্তু একাধিক উপকারিতাও রয়েছে।

পান খেতে খানিকটা কষাটে হলেও যারা খায়, তারা সুপারি, চুন-সহ অনেক কিছু দিয়ে একসঙ্গে খান। আপাতদৃষ্টিতে পান খাওয়ার অভ্যাস খারাপ মনে হলেও পানের কিন্তু একাধিক উপকারিতাও রয়েছে।

3 / 6
পান খাওয়া হজমের জন্য উপকারী। লালা তৈরির জন্য লালা গ্রন্থিকে সক্রিয় করে। যা খাদ্যকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও পান খুব ভাল কাজ করে। তাই খাবারের শেষে পান খাওয়ার রীতি রয়েছে। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও কিন্তু উপকারী এই পান।

পান খাওয়া হজমের জন্য উপকারী। লালা তৈরির জন্য লালা গ্রন্থিকে সক্রিয় করে। যা খাদ্যকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও পান খুব ভাল কাজ করে। তাই খাবারের শেষে পান খাওয়ার রীতি রয়েছে। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও কিন্তু উপকারী এই পান।

4 / 6
অনেকের মুখে দুর্গন্ধ হয়। সেই সমস্যা দূর করতেও কিন্তু কার্যকরী পান। যে কোনও রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুখকে রক্ষা করে পান। এছাড়াও পানে লবঙ্গ, এলাচ, সুপুরি নানা উপাদান থাকে। যা মুখের অনেক রোগের ঝুঁকি কমায়।

অনেকের মুখে দুর্গন্ধ হয়। সেই সমস্যা দূর করতেও কিন্তু কার্যকরী পান। যে কোনও রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুখকে রক্ষা করে পান। এছাড়াও পানে লবঙ্গ, এলাচ, সুপুরি নানা উপাদান থাকে। যা মুখের অনেক রোগের ঝুঁকি কমায়।

5 / 6
পান পাতা যৌন উত্তেজনা বাড়াতেও সহায়ক। অন্তরঙ্গ মুহূর্তগুলিকে আরও আনন্দদায়ক করতে আপনি পান ব্যবহার করতে পারেন। যে কোনও ক্ষত সারাতেও কিন্তু কাজে লাগে পান।

পান পাতা যৌন উত্তেজনা বাড়াতেও সহায়ক। অন্তরঙ্গ মুহূর্তগুলিকে আরও আনন্দদায়ক করতে আপনি পান ব্যবহার করতে পারেন। যে কোনও ক্ষত সারাতেও কিন্তু কাজে লাগে পান।

6 / 6