Twins Baby: ১৯ বছরের তরুণী জন্ম দিলেন যমজ সন্তানের, বাবার সংখ্য়া যদিও দুই

Twins with different fathers: নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী আরও জানান, যেহেতু একই দিনে দু’জনের সঙ্গে তিনি সহবাস করেছিলেন, তা-ই বুঝতে পারছিলেন না সন্তানের বাবা কে

Twins Baby: ১৯ বছরের তরুণী জন্ম দিলেন যমজ সন্তানের, বাবার সংখ্য়া যদিও দুই
মা-একই বাবা আলাদা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 7:06 PM

একই দিনে দুই পুরুষের সঙ্গে যৌন মিলন: ফলাফল যমজ সন্তান। ব্রাজিলের ১৯ বছরের এক তরুণী একই দিনে দুই ভিন্ন পুরুষের সঙ্গে সহবাস করেন। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ৯ মাস পর জন্ম দেন যমজ সন্তানের। তবে সন্তানদের পিতৃ-পরিচয় নিয়ে তিনি নিজেও ধন্দে ছিলেন। আর তা-ই সন্তানদের এক বছর বয়স হওয়ার কিছুদিন আগেই তিনি বাবার পরিচয় জানতে DNA-পরীক্ষা করান। আর সেই পরীক্ষার ফলাফল হাতে পেয়ে বাকিদের মতো চমকে ওঠেন তিনিও। কারণ যমজ ওই সন্তানের বাবা একজন নন—আলাদা অর্থাৎ দু’জন। ব্রাজিলের এক সংবাদসংস্থা মারফত জানা গিয়েছে, ওই তরুণী একই দিনে দুই আলাদা ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ( Sex)-এ লিপ্ত হয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী আরও জানান, যেহেতু একই দিনে দু’জনের সঙ্গে তিনি সহবাস করেছিলেন, তা-ই বুঝতে পারছিলেন না সন্তানের বাবা কে।

DNA পরীক্ষায় দুই সদ্যোজাতের জিনের সঙ্গে একজন পুরুষ সঙ্গীর জিন মিলিয়ে দেখা হয়। সেখানে একটি বাচ্চার সঙ্গে জিনের উপাদানগত মিল পাওয়া গেলেও অন্য শিশুটির সঙ্গে পুরুষসঙ্গীর জিনের কোনও মিল ছিল না। অর্থাৎ যমজ সন্তান হলেও তাদের বাবা আলাদা। যদিও যমজ সন্তানের মা বার বার জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন না কীভাবে এটি সম্ভব হল। কারণ তাঁর দুই সন্তানের মধ্যে একাধিক মিল রয়েছে। এমন ঘটনা বিরল হলেও অসম্ভব কিছু নয়। বিজ্ঞানে এর ব্যখ্যাও রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের দু’টি ডিম্বাণু দু’টি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হতেই পারে। মায়ের জিনের সঙ্গে তাদের দু’জনের জিনগত মিল থাকলেও আলাদা প্লাসেন্ট্রায় তারা বেড়ে উঠতে পারে।

একটি ডিম্বাণু ১২-৪৮ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে এবং একটি শুক্রাণু সাত থেকে ১০ দিন পর্যন্ত কার্যকর থাকতে পারে। এবার একটি ডিম্বাণু আর শুক্রাণু নিষিক্ত হতে সময় লাগে এক সপ্তাহ। দু’টি ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হতে সময় লাগে ২ সপ্তাহ। এক্ষেত্রে দু’জন আলাদা পুরুষের শুক্রাণুর সঙ্গে একই মহিলার ডিম্বাণু মিলিত হতেই পারে।

বায়োমেডিকা জার্নালে বলা হয়েছে, হেটেরোপ্যাটারনাল সুপারফেকন্ডেশন অত্যন্ত বিরল একটি ঘটনা। এক্ষেত্রে মাসিকের পর মায়ের শরীরে আলাদা দু’টো ডিম্বাণু তৈরি হয়। এবার দু’টি ডিম্বাণু আলদা দু’টি পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে এমন ঘটনা হতেই পারে। কারণ দু’টি ভ্রূণ আলাদা প্লাসেন্ট্রায় বেড়ে ওঠে। ১৯৯৭ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে প্রতি ১৩ হাজার যমজ সন্তান প্রসবের ঘটনায় এমন একটাই দেখা যায়। এই দুই যমজ সন্তানের বয়স এখন ১৬ মাস।

তবে যমজ সন্তান অথচ পিতা ভিন্ন, এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৫ সালে নিউ জার্সির এক ব্যক্তির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল। এমন পরিস্থিতি আরও অনেক আসে। কিন্তু যমজ সন্তানের ক্ষেত্রে অনেকেই পিতৃত্ব নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষা করেন না।