Coronavirus: ২০ জনের মধ্যে ১ জন, বুস্টার ডোজ নেওয়ার পর যে সব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে…
Booster Dose: বুস্টার ডোজ দেওয়ার পর খুব কম জনের মধ্যেই দেখা গিয়েছে পার্স্বপ্রতিক্রিয়া। কিন্তু সেই সব সমস্যাকে পাত্তা দিতে নারাজ চিকিৎসকরা
বিশ্বজুড়েই চলছে কোভি়ড টিকার বুস্টার ডোজ প্রদান। ওমিক্রনের সংক্রমণ বাড়ার পরই চাহিদা বেড়েছে কোভিডের তৃতীয় ডোজের। ভারতেও ৬০ বছর বয়সীদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। গত কয়েক মাস ধরেই কিন্তু বেড়েছে ভ্যাকসিনের চাহিদা। স্বাস্থ্যকর্মীদেরও ইতিমধ্যে দেওয়ী হয়েছে টিকার তৃতীয় ডোজ। কোভিডের টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা অনেকেই বলেছেন। টিকার প্রথম ডোজ নেওয়ার পর অনেকেরই ত্বর, ক্লান্তি, শরীরে ব্যথা, মাথা ব্যথা এই সব সমস্যা ছিল। হাতের ব্যথাও ছিল দীর্ঘদিন। তবে যে কোনও টিকার পর কিন্তু এই রকম সাধারণ সমস্যা থাকে। যার জন্য ওষুধ খাওয়ারও কিন্তু প্রয়োজন পড়ে না। তবে চিকিৎসকদের মতে, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া জানান দেয়, শরীরে ভ্যাকসিন ঠিকমতো কাজ করছে। কিন্তু বুস্টার ডোজ নেওয়ার পর শারীরিক সমস্যা জটিল হয়েছে এরকমটা কিন্তু শোনা যায়নি।
তবে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, কোভিডের বুস্টার ডোজ নেওয়ার পর অনেকেই শরীরে পোলা বাব দেকেছেন। কিন্তু সেই সংখ্যাটাও একেবারেই নগন্য। ২০ জনমের মধ্যে মাত্র ১ জন। সেই গবেষণায় আরও দেখা গিয়েছে যাঁরা ফাইজারের ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার সংখ্যা কম। কিন্তু যাঁরা মর্ডানার ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের মধ্যে সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। তবে বিশেষজ্ঞরা কিন্তু এই সমস্যাকে তেমন আমল দিতে নারাজ। তাঁদের কথায়, ভ্যাকসিনের প্রভাবে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার জন্যই কিছু রক্তকোশ ফুলে উঠেছিল। এতে ভয়ের কোনও কারণ নেই। বরং এর অর্থ শরীর তার রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডিটিকে চিনতে পেরেছে। সেই সঙ্গে এটি জানিয়ে দেয়, ভবিষ্যতে যে কোনও রকম সংক্রমণ থেকে শরীরকে রা করবে এই ভ্যাকসিন।
তবে বুস্টার ডোজ নেওয়ার পরও পার্শ্বপ্রতিক্রিয়া হতেই পারে। ক্লান্তি, বমি ভাব, জ্বর, চুলকুনি, শরীরে ব্যথা বা কোনও জায়গা ফুলে গেলে চিন্তার কোনও কারণ নেই। দু-তিন দিনের মধ্যে তা আপনা থেকেই সেরে যাবে। অকারণে ওষুধ খাওয়ার কিন্তু কোনও প্রয়োজন নেই। তবে কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে যেমন এ বিষয়ে জানানো হয়েছে, টিকা নেওয়ার পর প্রচুর পরিমাণে জল খেতে হবে। কোনও ভাবেই যাতে শরীর ডিহাইড্রেট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। ডাবের জল, স্যুপ এইরকম তরল জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। আর দরকার পর্যাপ্ত বিশ্রামের। সেই সঙ্গে ভিড় এড়িয়ে চলতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: Thyroid: অবহেলা নয়, সময়মতো থাইরয়েডের ওষুধ খাওয়া জরুরি! শুনুন চিকিৎসকের পরামর্শ