Omicron Update: কোভিড পজ়িটিভিটি বাড়ছে, সংক্রমণ এড়াতে বুস্টার ডোজ না নেওয়া থাকলে আর দেরি নয়
Omicron XBB.1.16 in Delhi: এখনও পর্যন্ত কোভিডের যে সব লক্ষণ দেখা গিয়েছে তা ততটাও গুরুতর নয়। জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ থাকছে
প্রায় ৭-৮ মাস পর ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এমনকী বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট XBB.1.16- বর্তমানে কোভিড সংক্রমণের অন্যতম কারণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৮। আজ সংক্রমণ ৩ হাজারের উপরে থাকলেও গতকালের তুলনায় তা অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গতকাল মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৬৪১। আজ তা অনেকটাই কমেছে। এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ২১ হাজার ১৭৯। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৮৪ শতাংশ। সেখানে সাপ্তাহিক পজিটিভিটি রয়েছে ২.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ১ লক্ষ ৬৪ হাজার ৭৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লি থেকে। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি। মহারাষ্ট্রের সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, কলেজে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন উদ্বেগের কোনও কারণ নেই। তবে সতর্ক থাকতে হবে।
দিল্লির অধিকাংশ কোভিড আক্রান্তের মধ্যে ৪৮ শতাংশ এই নতুন রূপের। এই ভাইরাসের যে কয়েকটি বৈশিষ্ট্য দেখা দিয়েছে
খুব দ্রুত ছড়াচ্ছে- এই ভ্যারিয়েন্টও ওমিক্রনের আগের ভ্যারিয়েন্টের মতই খুব দ্রুত ছড়াচ্ছে। ফলে প্রচুর সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। আর এই সংক্রমণ আটকাতে মাস্ক পরতেই হবে।
লক্ষণ গুরুতর নয়- এখনও পর্যন্ত কোভিডের যে সব লক্ষণ দেখা গিয়েছে তা ততটাও গুরুতর নয়। জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ থাকছে। ফলে সেখান থেকে সব সময় যে হাসপাতালে ভর্তি হতে হবে বা মৃত্যুর ঝুঁকি বাড়ছে তা নয়।
ভ্যাকসিন- ভ্যাকসিন কিন্তু নিতেই হবে। কোভিডের বুস্টার ডোজ অনেকেরই নেওয়া নেই। আর তাই আগে এই বুস্টার ডোজ নিতে হবে। এমনও নয় যে ভ্যাকসিন নেওয়া মানেই কোভিড মুক্ত হওয়া। ভ্যাকসিন নিলে রোগের জটিলতা অনেকটা এড়ানো যায়।
কেন বুস্টার ডোজ নেবেন?
কোভিড থেকে দূরে থাকতে এবং সুরক্ষিত থাকতে বুস্টার ডোজ নিতে বনে। গত বছর জানুয়ারি মাস থেকেই শুরু হয় বুস্টার টিকাকরণ। প্রথমে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ হয়। এরপর ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদের টিকাকরণ করা হয়। কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস বাদে দেওয়া হয় কোভিডের তৃতীয় ডোজ। যদি কোভিডের প্রথম ডোজ হিসেবে কোভিশিল্ড নিয়ে থাকেন তাহলে বুস্টার ডোজেও তাই নিতে হবে।
বুস্টার ডোজ কী?
সহজে বললে, বুস্টার ডোজ হল ভ্যাকসিনের আরও একটি ডোজ। এক্ষেত্রে প্রথম টিকা শরীরকে জানান দেয়, দ্বিতীয় টিকা শরীরকে দেয় ইমিউনিটি। এই তৃতীয় টিকার মাধ্যমে ইমিউনিটি নেমে আসলে তা বাড়ানো হয়। আর তাই ইমিউনিটি বাড়াতে বুস্টার নিতেই হবে।