female members in Parliament: সংসদে নারী ব্রিগেড, তৃণমূলের ১১, বাকি কোন দলের কত মহিলা প্রতিনিধি?
female members in Parliament: অষ্টাদশতম লোকসভা নির্বাচনে ৭৯৭ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মধ্যে সংসদে পা রাখতে চলেছেন ৭৩ জন। সেখানে হেমা মালিনী, মহুয়া মৈত্রের মতো পুরনো মুখও যেমন রয়েছে, তেমনই জুন মালিয়া, সায়নী ঘোষ এবং প্রিয়া সরোজের মতো নতুন মুখও থাকছে।
নয়াদিল্লি: দেড় মাস ধরে নির্বাচন। প্রচারের ময়দানে মাটি আঁকড়ে পড়ে থেকেছেন। বুঝিয়ে দিয়েছেন, নারী-পুরুষ দু’জনেই সমান। অষ্টাদশতম লোকসভা নির্বাচনে জিতে এবার সংসদে যাচ্ছেন তাঁরা। হয়তো তাঁদের দল আলাদা। সেসবের ঊর্ধ্বে একসূত্রে গাঁথা তাঁরা। তাঁরা সংসদে মহিলা প্রতিনিধি। চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে ৭৩ জন মহিলা সংসদে যাচ্ছেন। গতবারের চেয়ে সংখ্যাটা সামান্য কম অবশ্য। দেখে নেওয়া যাক, কোন দল থেকে কতজন মহিলা সংসদে পা রাখতে চলেছেন।
চব্বিশের লোকসভা নির্বাচনে সব দল মিলিয়ে ৭৯৭ জন মহিলা প্রার্থী হয়েছিলেন। সেখানে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ৭২৬ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জিতেছিলেন ৭৮ জন। তারও পাঁচ বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৬২ জন মহিলা জয়ী হয়েছিলেন। দশ বছর আগে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৬৬৮ জন।
বাংলা থেকে তৃণমূলের ১১ মহিলা প্রার্থী জয়ী-
চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। আর এই ৪২ জনের মধ্যে ১২ জন ছিলেন মহিলা প্রার্থী। তার মধ্যে ১১ জন জয়ী হয়েছেন। জয়ী ১১ জনের মধ্যে ৬ জন উনিশের নির্বাচনেও জিতেছিলেন। তাঁরা হলেন মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল আর মহুয়া মৈত্র। ৫ জন প্রথমবার সংসদে পা রাখবেন। আর এই পাঁচজন হলেন সায়নী ঘোষ, শর্মিলা সরকার, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় এবং মিতালি বাগ। বাংলায় তৃণমূলের মহিলা প্রার্থীদের মধ্যে পরাজিত হয়েছেন বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত হন তিনি।
সংসদে বিজেপির মহিলা প্রতিনিধি-
চব্বিশের নির্বাচনে বিজেপি ৬৯ জন মহিলাকে প্রার্থী করেছিল। তার মধ্যে জয়ী হয়েছেন ৩০ জন। জয়ীদের মধ্যে রয়েছেন হেমা মালিনীর মতো পুরনো সাংসদ। তেমনই বিজেপির টিকিটে জিতে প্রথমবার সংসদে পা রাখতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কংগ্রেসের টিকিটে জিতে কতজন মহিলা সংসদে পা রাখছেন?
সদ্য সমাপ্ত নির্বাচনে ৯৯টি আসনে জিতেছে কংগ্রেস। তারা ৪১ জন মহিলাকে প্রার্থী করেছিল। দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের টিকিটে জিতে ১৪ জন মহিলা সংসদে পা রাখতে চলেছেন।
চব্বিশের নির্বাচনে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি অন্য সব দলকে পিছনে ফেলে দিয়েছে। উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৭টি আসনে জিতেছে তারা। আর এই ৩৭ জনের মধ্যে ৪ জন মহিলা। তার মধ্যে যেমন অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব রয়েছেন। তেমনই ২৫ বছরের প্রিয়া সরোজ এবং ২৯ বছরের ইকরা চৌধুরী রয়েছেন। এছাড়া ডিএমকে-র টিকিটে জিতে সংসদে যাচ্ছেন ৩ মহিলা। লোক জনশক্তি পার্টি এবং নীতীশ কুমারের জেডি(ইউ)-র ২ জন করে মহিলা প্রতিনিধি সংসদে পা রাখতে চলেছেন। এনসিপি-র টিকিটে জিতে ফের সংসদে পা রাখতে চলেছেন সুপ্রিয়া সুলে।