Assam: গ্রেফতার আল-কায়দার সঙ্গে জড়িত দুই জঙ্গি, অসমই কি জঙ্গিদের নয়া ঘাঁটি?
Assam: শনিবার (২০ অগস্ট) ফের অসমে ধরা পড়ল বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসাদী সংগঠন 'আনসারুল ইসলাম' বা 'আনসারুল্লা বাংলা টিম'এর সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন জঙ্গি। তাদের সঙ্গে 'আল-কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট' বা 'একিউআইএস'-এরও যোগ রয়েছে বলে অভিযোগ।
গুয়াহাটি: ফের অসমে ধরা পড়ল বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসাদী সংগঠন ‘আনসারুল ইসলাম’ বা ‘আনসারুল্লা বাংলা টিম’এর সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন জঙ্গি। তাদের সঙ্গে ‘আল-কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ বা ‘একিউআইএস’-এরও যোগ রয়েছে বলে অভিযোগ। শনিবার (২০ অগস্ট) অসমের গোয়ালপাড়া জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অসম পুলিশ। গোয়ালপাড়ার পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি জানিয়েছেন, সন্দেহভাজন ওই দুই জঙ্গি বাংলাদেশ থেকে আসা জিহাদিদের সমর্থন ও আশ্রয় দিয়েছিল।
অসম পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া ওই দুই সন্দেহভাজন জঙ্গির নাম আব্দুস সুবহান এবং জালালুদ্দিন শেখ। দুজনেই গোয়ালপাড়ার এক মসজিদের ইমাম। জেরার মুখে তারা আল কায়েদার সঙ্গে যোগ থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। একইসঙ্গে ওই দুই সন্দেহভাজন গোয়ালপাড়া জেলা থেকে স্লিপার সেলে সদস্য সংগ্রহের কথাও স্বীকার করেছে। এমনকি, অসমের বরপেটা এবং মরিগাঁও জেলা থেকে আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আনসারুল্লাহ বাংলা টিমের যে সন্ত্রাসবাদী মডিউলগুলির পর্দা ফাঁস করেছে অসম পুলিশ, তাদের সঙ্গেও সরাসরি যোগ ছিল এই দুই সন্দেহভাজনের।
অসম পুলিশের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে আব্বাস আলি নামে যে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিকে বরপেটা থেকে গ্রেফতার করা হয়েছিল, সেই আব্দুস সুবহান এবং জালালুদ্দিন শেখ সম্পর্কে তথ্য দিয়েছিল। পুলিশ আরও জানিয়েছে এই দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড এবং পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আল-কায়েদা এবং জিহাদি তত্ত্বের বিভিন্ন পোস্টার, বই ও অন্যান্য নথি-সহ বিভিন্ন অপরাধমূলক উপাদান বাজেয়াপ্ত করা হয়েছে।
চলতি মাসের শুরুতেও অসমের বরপেটা জেলা থেকে, আবু বক্কর নামে বাংলাদেশী জঙ্গি সংগঠন ‘আনসারুল ইসলাম’ বা ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সঙ্গে যুক্ত এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। অসম পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছিলেন, আবু বক্কর একজন সাধারণ কৃষকের ছদ্মবেশে জিহাদি কার্যক্রম চালাত। গত ৩ অগস্ট সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছিল।
এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, গত পাঁচ মাসে অসমে আনসারুল ইসলামের সঙ্গে জড়িত পাঁচটি মডিউলের পর্দাফাঁস করা হয়েছে। অসমের যুবকদের সন্ত্রাসবাদী কার্যকলাপে প্ররোচিত করার লক্ষ্যেই ওই জঙ্গি মডিউলগুলি কাজ করছিল। চলতি বছরের মার্চ মাসে বরপেটা থেকে প্রথম জঙ্গি মডিউলটিকে ধরা হয়েছিল। ওই সম মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর এপ্রিল মাসে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। গত ২৭ জুলাই ভোররাতে আনসারুল ইসলামের সঙ্গে জড়িত আরও নয়জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল।
অসমের মুখ্যমন্ত্রীর দাবি, উত্তর-পূর্ব ভারতের রাজ্যটি ইসলামিক মৌলবাদীদের একটি ঘাঁটিতে পরিণত হচ্ছে। বরপেটা, বোঙ্গাইগাঁও এবং মরিগাঁওয়ে একাধিক স্লিপার সেল তৈরি হয়েছে। উচ্চক্ষমতা-সম্পন্ন ইলেকট্রনিক ডিভাইস রয়েছ তাদের কাছে। যুবদের জঙ্গি সংগঠনে যোগদানে প্ররোচিত করতে তারা জিহাদি সাহিত্য ব্যবহার করছে।