Aligarh Cracks: ‘মাথার উপরের ছাদটাই যদি ভেঙে পড়ে…’, জোশীমঠের আতঙ্ক এবার আলিগড়েও
Cracks in House: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্মার্ট সিটি প্রকল্পের অধীনে সরকারের তরফে পাইপলাইন বসানোর কাজ হয়েছিল কিছুদিন আগে। সেই পাইপে লিক হওয়ার কারণেই মাটিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং বাড়িগুলিতে ফাটল ধরছে।
লখনউ: উত্তরাখণ্ডের (Uttarakhand) আতঙ্কের ছায়া এবার উত্তর প্রদেশেও (Uttar Pradesh)। দেবভূমি উত্তরাখণ্ডের অন্যতম পর্যটন কেন্দ্রিক ও গুরুত্বপূর্ণ শহর জোশীমঠ (Joshimath)। শীতকালে বদ্রীনাথের ঠিকানা হয় এই ছোট্ট পাহাড়ি শহর। কিন্তু সেই শহরেরই অস্তিত্ব আজ সঙ্কটের মুখে। ধীরে ধীরে বসে যাচ্ছে সেখানের মাটি, ফাটল ধরছে বাড়ি-রাস্তায়। সরকারের তরফে বৈঠক করে জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। সেখানের বাসিন্দাদের দ্রুত স্থানান্তর করার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই পরিস্থিতির মাঝেই এবার উত্তর প্রদেশেও ফাটলের আতঙ্ক দেখা দিল। জানা গিয়েছে, উত্তর প্রদেশের আলিগড়ে (Aligarh) বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। এই ফাটল গুলি নজরে আসার পরই আতঙ্ক তৈরি হয়েছে যে জোশীমঠের মতো পরিস্থিতি উত্তরাখণ্ডেও হবে না তো!
জানা গিয়েছে, আলিগড়ের কানওয়াড়িগঞ্জ এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই এলাকার বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এর জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুরসভার কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও, তারা এই বিষয়ে কোনও পদক্ষেপ করেননি, কেবল আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে। যেকোনও মুহূর্তেই ভেঙে পড়তে পারে বাড়ি, এই আতঙ্কেই রাত কাটাচ্ছেন বাসিন্দারা।
Aligarh, Uttar Pradesh | Just received information that cracks have developed in few houses in Aligarh. Will send our team and a probe will be conducted into why this has happened: Rakesh Kumar Yadav, Additional Commissioner, Municipal Corporation pic.twitter.com/T8j8H5heRZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 10, 2023
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্মার্ট সিটি প্রকল্পের অধীনে সরকারের তরফে পাইপলাইন বসানোর কাজ হয়েছিল কিছুদিন আগে। সেই পাইপে লিক হওয়ার কারণেই মাটিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং বাড়িগুলিতে ফাটল ধরছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “তিন-চারদিন হয়ে গেল বাড়িতে ফাটল ধরেছে। ফাটল নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় পুরসভায় বিষয়টি জানাই। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি এখনও অবধি। আতঙ্কের মধ্যে দিন গুজরান করতে হচ্ছে আমাদের।”
অন্যদিকে, এই বিষয়ে পুরসভার কাছে প্রশ্ন করা হলে আলিগড় পুরসভার অতিরিক্ত কমিশনার রাকেশ কুমার যাদব জানান, গোটা বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে এবং পুরসভার তরফে যথাযথ পদক্ষেপ করা হবে। দ্রুত একটি পর্যবেক্ষক দলকেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।