Twin Tower: টুইট টাওয়ারের ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চলছে জোরকদমে, বৃষ্টিতে মিলেছে সুবিধা

Debris: টুইন টাওয়ার ধ্বংসের আগেই পার্শ্ববর্তী বহুতলের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে এখন জোর কদমে চলছে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ।

Twin Tower: টুইট টাওয়ারের ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চলছে জোরকদমে, বৃষ্টিতে মিলেছে সুবিধা
টুইন টাওয়ার ধ্বংসের পর আবর্জনাস্তূপ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 1:10 PM

নয়ডা: আদালয়ের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে নয়ডার টুইন টাওয়ার। জোড়া বহুতল ভেঙে ফেলার পর সেই ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। টুইন টাওয়ার ধ্বংসের আগেই পার্শ্ববর্তী বহুতলের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে এখন জোর কদমে চলছে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ। সেই কয়েক সম্পূর্ণ করতে আর কয়েক দিন সময় লাগবে বলে জানানো হয়েছে নয়ডা কর্তৃপক্ষের তরফে। নয়ডা অথোরিটির সিইও রিতু মহেশ্বরী জানিয়েছেন ইতিমধ্যে বৃষ্টি হওয়ায় গোটা ধুলো কম করতে সাহায্য করেছে। তবে সেই কাজ শেষ করতে মোট সাত দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওই অফিসার।

টুইন টাওয়ার ভাঙার পর ওই ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন মহেশ্বরী। তিনি বলেছিলেন, “টুইট টাওয়ার ধ্বংসের আবর্জনা পরিষ্কার করতে কাজ করছেন প্রায় ৫০০ জন শ্রমিক। সঙ্গে রয়েছে প্রচুর যন্ত্র। এর মধ্যে রয়েছে প্রায় ১০০টি জলের ট্যাঙ্ক, ২২টি অ্যান্টি স্মোগ গান, ৬টি সুইপিং মেশিন ছাড়াও আরও বেশি কিছু সরঞ্জাম। ঘটনাস্থলের আশপাশে এই সব যন্ত্র বসানো হয়েছে। এটিএস ভিলেজ এবং এমেরাল্ড কোর্ট সোসাইটির ভিতর এবং বাইরে থেকেই ধুলো পরিষ্কারের কাজ চালানো হচ্ছে।” ওই কর্মীদের যত দ্রুত সম্ভব পরিষ্কারের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, এমারেল্ড কোর্ট সোসাইটির কাছে পরিষ্কারের জন্য আরও এক দিন সময় চাওয়া হয়েছে। তাতে রাজিও হয়েছেন তাঁরা। এটিএস ভিলেজে পরিষ্কারের কাজ করতে আরও সাত দিন লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

টুইট টাওয়ারের কাছে ওই দুই সোসাইটিতে প্রায় পাঁচ হাজার বাসিন্দা থাকতেন। রবিবার দুপুরে টুইট টাওয়ার ভেঙে ফেলার আগে ওই দুই সোসাইটির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। কয়েক মিনিটে ওই বহুতল ভেঙে গুড়িয়ে যায়। যার জেরে হাজার হাজার টন আবর্জনা তৈরি হয়েছে।

তবে এই পরিস্থিতিতেই হঠাৎ করে হওয়া বৃষ্টি ওই এলাকার ধুলো কমাতে সাহায্য করেছে। উত্তর প্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসার প্রবীণ কুমার বলেছেন, “কোনও সন্দেহ নেই বৃষ্টি হওয়ায় ধুলো কিছুটা কমেছে। বৃষ্টি ওই ধ্বংসাবশেষের ধুলো কমিয়েছে।”

বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া