Agnipath Scheme: অগ্নিপথ বিক্ষোভের জের, বিহারে বন্ধ রেল পরিষেবা
Agnipath Scheme: চলমান বিক্ষোভের জেরে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হল বিহারের রেল পরিষেবা। শনিবার সকাল ৮টা থেকে স্তব্ধ সে রাজ্যের ট্রেন চলাচল।
পটনা: সেনা নিয়োগে অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) ঘোষণা দেশের নানা প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। মঙ্গলবারই কেন্দ্রের তরফে সেনাবাহিনীতে নিয়োগের জন্য নতুন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করা হয়। চুক্তি ভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় দেশের স্থল সেনা, বায়ুসেনা ও নৌসেনাতে। চার বছরের চুক্তিতে হবে নিয়োগ। এ সিদ্ধান্ত ঘোষণার পরেই বিহারের একাধিক স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। তার জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে দূরপাল্লার রেল পরিষেবা। এমতাবস্থায় এবার চলমান বিক্ষোভের জেরে পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হল বিহারের রেল পরিষেবা (Train Service)। শনিবার সকাল ৮টা থেকে স্তব্ধ সে রাজ্যের ট্রেন চলাচল।
সূত্রের খবর, লাগাতার বিক্ষোভের জেরে শনিবার রাত ৮টা পর্যন্ত বিহারে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ফের রবিবার ভোর ৪টে থেকে বন্ধ রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। এদিকে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা হতেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা বিহারেই। একাধিক স্টেশনে জ্বলে ওঠে বিক্ষোভের আগুন। নষ্ট করা হয় প্রচুর সরকারি সম্পত্তি। বহু দূরপাল্লার ট্রেনেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিহারের লখিসরাই ও আরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের দুটি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। মোহিউদ্দিন নগরে জম্মু-তাওয়াই এক্সপ্রেস ট্রেনের দুটি কামরায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
অগুন দেওয়া হয় পুলিশের গাড়িতেও। পুলিশকে লক্ষ্য করেও ছোঁড়া হয় পাথর। যাতে অনেক পুলিশ কর্মী আহতও হন। বিহারের পাশাপাশি দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভের আগুন। বিক্ষোভের আঁচ পড়ে বাংলাতেও। হাওড়া থেকে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। তবে থেকে পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বভাবিক হবে সে বিষয়ে দিশা দেখাতে পারছেন না কেউই। এমতাবস্থায়স বিহারের পুরোপুরি ভাবে ট্রেন চলাচল বন্ধের খবরে উদ্বেগ বেড়েছে গোটা দেশেই।