ওয়েসির দলের নাম বদলে হল ‘এলন মাস্ক’, রহস্যটা কী?
ক্রিপ্টোকারেন্সি নিয়ে একাধিক টুইটও হয় হ্যাক হওয়া দলীয় অ্যাকাউন্ট থেকে।
নয়া দিল্লি: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বদলে হয়ে গেল এলন মাস্ক (Elon musk)। হ্যাকার হানায় এ ভাবেই নাম বদলে গেল আসাদুদ্দিন ওয়েসির দলের। টুইটারে অল ইন্ডিয়া মিম দলের ভেরিফায়েড অ্যাকাউন্টেই হ্যাকার হানা। হ্যাকাররা দলটার নামই বদলে দিয়েছে। এই কাণ্ড দেখে হতবাক দলের নেতারা। দলীয় সূত্রে খবর, রবিবার তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল হ্যাক হয়। বদলে যায় প্রোফাইল ছবি। সেখানে বসে টেসলা সংস্থার সহ প্রতিষ্ঠাতা এলন মাস্কের ছবি।
শুধু তাই নয়, ক্রিপ্টোকারেন্সি নিয়ে একাধিক টুইটও হয় হ্যাক হওয়া দলীয় অ্যাকাউন্ট থেকে। অন্যদিকে অল ইন্ডিয়া মিম দলের উত্তর প্রদেশের সভাপতি শউকত আলিকে সাময়িক নিষিদ্ধ করে টুইটার। সূত্রের খবর, এর আগেও দলের ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তখন টুইটার জানিয়েছে, অ্যাকাউন্ট দ্রুত ঠিক করার জন্য যা যা করণীয় সব করা হচ্ছে।
দলের একজন মুখপাত্র জানিয়েছেন, ৯ দিন আগেও অল ইন্ডিয়া মিম দলের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ফের হ্যাক হওয়ায় দল থানায় অভিযোগ দায়ের করবে। উল্লেখ্য, এর আগে বড় বড় নেতা -ব্যবসায়ীদেরও টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ২০২০ সালের ১৫ জুলাই বারাক ওবামা, এলন মাস্ক, জো বাইডেন-সহ একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করেছিল হ্যাকাররা। আরও পড়ুন: ‘বিজেপির হাত ধরুন’, শরদ পওয়ারকে আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর