Chandrababu Naidu: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের

FIR: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং হত্যার চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। চন্দ্রবাবু নাইডু ছাড়াও টিডিপি-র আরও ২০ নেতার বিরুদ্ধে এই ধারায় মামলা রুজু করা হয়েছে।

Chandrababu Naidu: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের
হিংসায় উত্তপ্ত অন্ধ্রপ্রদেশের আঙ্গাল্লু।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 4:05 PM

হায়দরাবাদ: হিংসায় প্ররোচনা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Chandrababu Naidu)। এমনই অভিযোগে FIR দায়ের হল TDP নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে। হিংসা-বিধ্বস্ত আন্নামায়া জেলাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং হত্যার চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। চন্দ্রবাবু নাইডু ছাড়াও টিডিপি-র আরও ২০ নেতার বিরুদ্ধে এই ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্নামায়া জেলায় হিংসার ঘটনায় সেখানকার এক বাসিন্দা উমাপাঠি রেড্ডি প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু টিডিপি-র ২০ জন নেতার বিরুদ্ধে মুদিভিদু থানায় অভিযোগ দায়ের করেছেন। যার মধ্যে একেবারে প্রথমে রয়েছে চন্দ্রবাবু নাইডুর নাম। দ্বিতীয় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবীনেনি উমা। এছাড়া রয়েছেন প্রাক্তন মন্ত্রী অমরনাথ রেড্ডি, প্রাক্তন বিধায়ক শাহজাহান ভাশা-সহ টিডিপি-র বিশিষ্ট নেতারা। এঁদের সকলের বিরুদ্ধেই হিংসা ছড়ানো এবং হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি আঙ্গাল্লু জেলা সফরে যান অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তারপরই হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে আঙ্গাল্লু, চিত্তোর। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেচ প্রকল্প পরিদর্শনের নামে আন্নামায়া জেলায় যান এবং আঙ্গাল্লুতে বক্তৃত্বা দেওয়ার সময় টিডিপি কর্মীদের হিংসায় উস্কানি দিয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগেই চন্দ্রবাবু নাইডু-সহ টিডিপি নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যে এই একই অভিযোগে চিত্তোর জেলায় প্রায় ৭০ জন টিডিপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।