BJP Preparation: আত্মবিশ্বাসে ভরপুর, ফল প্রকাশের আগেই বড় প্রস্তুতি নিচ্ছে বিজেপি, কী হবে ৪ তারিখের পর?
Lok Sabha Election 2024: নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদেরও।এছাড়াও আমন্ত্রণ করা হতে পারে নয়া দিল্লিতে অবস্থিত বিদেশী দূতাবাসের প্রতিনিধিদেরও। মোট ৮ থেকে ১০ হাজার অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে।
নয়া দিল্লি: ভোটের ফল প্রকাশ হয়নি, তার আগেই বিজয়োৎসবের প্রস্তুতি শুরু বিজেপির। সদ্য় শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আগামিকাল, ৪ জুন ভোটের ফল প্রকাশ হবে। তবে ভোটের ফল প্রকাশের আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। এক্সিট পোলও আভাস দিয়েছে যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি তথা এনডিএ সরকারই। সেই কারণেই আগেভাগেই বিজয়োৎসব পালনের নজিরবিহীন প্রস্তুতি শুরু করেছে বিজেপি।
সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্টেরও প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কর্তব্যপথ, ভারত মণ্ডপম বা দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারের মতো মোদী জমানায় নির্মিত যেকোনও একটি জায়গায় হতে পারে এই মেগা ইভেন্ট। এছাড়াও সম্ভাব্য জায়গা হিসেবে লালকেল্লা বা রামলীলা ময়দান নিয়েও ভাবনাচিন্তা চলছে।
যদিও বিজেপির অন্দরের খবর, দিল্লিতে চলতি তাপপ্রবাহের জন্য ভারত মণ্ডপম বা যশোভূমি কনভেনশন সেন্টারের মতো ইন্ডোর হল-কেই বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল। জানা গিয়েছে, মেগা ইভেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য এবং ধারা তুলে ধরা হতে পারে। থাকতে পারে লাইট অ্যান্ড সাউন্ড শো। তবে এই ধারাবাহিক ঐতিহ্যে মোদী সরকারের অবদান তুলে ধরাই মূল লক্ষ্য।
নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদেরও।এছাড়াও আমন্ত্রণ করা হতে পারে নয়া দিল্লিতে অবস্থিত বিদেশী দূতাবাসের প্রতিনিধিদেরও। মোট ৮ থেকে ১০ হাজার অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারে।
দেশের সব প্রান্ত থেকে বিজেপির নেতা কর্মী ও সমাজের সব অংশের মানুষের প্রতিনিধিত্ব যাতে থাকে, তা সুনিশ্চিত করতে চাইছে বিজেপি নেতৃত্ব।
প্রাথমিক আলোচনা অনুযায়ী, আগামী ৯ জুন রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণের অনুষ্ঠান হতে পারে। এর ঠিক পরেই হতে পারে এই অনুষ্ঠান।
এদিকে রাষ্ট্রপতি ভবনেও শুরু শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে কাঠামো তৈরির কাজ। কয়েক লক্ষ টাকার ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো হচ্ছে রাষ্ট্রপতি ভবন। কাজ করছে কেন্দ্রীয় সরকারের পূর্ত বিভাগ।
অন্যদিকে, নবনির্বাচিত সাংসদদের দিল্লিতে আসা এবং থাকার জন্য ব্যবস্থাপনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লোকসভা সচিবালয়। এয়ারপোর্ট এবং রেল স্টেশনে সাংসদদের আসা যাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনা করা হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের গেস্ট হাউস এবং রাজ্য সরকারগুলির নিজস্ব ভবনে থাকার বন্দোবস্ত যাতে সুনিশ্চিত করা যায় তার তত্ত্বাবধান করছে লোকসভার সচিবালয়।