ভোট গণনার ২৪ ঘণ্টা আগেই সুপ্রিম কোর্টে YSRCP, পোস্টাল ব্যালট নিয়ে উঠল মারাত্মক অভিযোগ

Supreme Court: ওয়াইএসআরসিপি (YSRCP)-র তরফে দাবি করা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন সাম্প্রতিক সার্কুলারের মাধ্যমে ব্যালট গণনা সংক্রান্ত চলতি নিয়মের সরলীকরণ করতে চাইছে।

ভোট গণনার ২৪ ঘণ্টা আগেই সুপ্রিম কোর্টে YSRCP, পোস্টাল ব্যালট নিয়ে উঠল মারাত্মক অভিযোগ
ফাইল চিত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 9:30 AM

নয়া দিল্লি: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফল। ভোট গণনার ২৪ ঘন্টা আগেই পোস্টাল ব্যালট সংক্রান্ত ইস্যু পৌঁছল সুপ্রিম কোর্টে। অন্ধ্র প্রদেশের শাসক দল ওয়াইএসআরসিপি-র তরফে সুপ্রিম কোর্টে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ জানানো হয়েছে। আজই ওই মামলার শুনানি হবে।

ওয়াইএসআরসিপি (YSRCP)-র তরফে দাবি করা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন সাম্প্রতিক সার্কুলারের মাধ্যমে ব্যালট গণনা সংক্রান্ত চলতি নিয়মের সরলীকরণ করতে চাইছে। অভিযোগ, সাম্প্রতিক সার্কুলার অনুযায়ী ফর্ম ১৩এ (13A)-তে গননা কেন্দ্রে ভারপ্রাপ্ত আধিকারিকের নাম এবং সরকারি পদের উল্লেখ বাধ্যতামূলক ছিল। কিন্তু এবার সেই নিয়ম সরলীকরণ করতে চাইছে কমিশন।

তাদের দাবি, গত ৩০ মে নির্বাচন কমিশনের তরফে কেবলমাত্র অন্ধ্র প্রদেশের জন্যই বিশেষ সার্কুলার জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে ফর্ম ১৩এ-তে যদি অ্যাটেস্টিং অফিসারের সই থাকলেও পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে। ওয়াইএসআরসিপি-র অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধ এটি।  নির্বাচনী নিয়ম, ১৯৬১ এবং জাতীয় নির্বাচন কমিশনের আগে জারি করা নিয়ম অনুযায়ীই পোস্টাল ব্যালট গণনা হওয়া উচিত।

প্রসঙ্গত, গতকালই ব্যালট গণনা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়া জোটের নেতারা। তাদের অভিযোগ, এতদিন ব্যালটের গণনার পরই ইভিএম গণনা শুরু হত। কিন্তু এবার ইভিএম গণনার পর ব্যালট গণনার নিয়ম করা হয়েছে। কোন বিধিবদ্ধ নিয়মকে সার্কুলার জারি করে বদলে দেওয়ার কমিশনের ক্ষমতার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক মনুসিংভি।