Bus Accident: বাস চালাতে চালাতেই বুকে হাত চালকের, লুটিয়ে পড়লেন স্টিয়ারিংয়ের উপর, তারপর যা ঘটল..দেখুন ভিডিয়োয়

MP Accident: পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাটি আরও ভয়ঙ্কর হতে পারত। বাসের গতিবেগ কম থাকায় এবং বাসের কাঠামোও বেশ অনেকটাই নীচু হওয়ায় কোনও গাড়ি-বাইক বাসের নীচে ঢুকে যায়নি।

Bus Accident: বাস চালাতে চালাতেই বুকে হাত চালকের, লুটিয়ে পড়লেন স্টিয়ারিংয়ের উপর, তারপর যা ঘটল..দেখুন ভিডিয়োয়
একের পর এক গাড়িতে ধাক্কা মারছে বাস।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 1:39 PM

জবলপুর: সিগন্যাল লাল হয়ে যেতেই ডান দিক থেকে আসতে শুরু করেছিল গাড়ি, অটো, রিক্সা। কিন্তু সামনের রাস্তা দিয়েই হঠাৎ ধেয়ে এল একটি বাস। সিগন্যাল না মেনেই, বাস এসে ধাক্কা মারে ই-রিক্সায়। তারপরই উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় বাস চালক সহ দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে জানা যায়, বাস চালাতে চালাতেই চালকের হার্ট অ্যাটাক হয়। বাসের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একাধিক গাড়ি-বাইক ও রিক্সায় ধাক্কা মারে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জবলপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য প্রদেশের জবলপুরে ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব পাল (৬০)। বাস চালাতে চালাতেই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয়। সংজ্ঞাহীন অবস্থায় তিনি বাসের স্টিয়ারিংয়ের উপরে লুটিয়ে পড়েন। এদিকে, সেই সময়ই সামনের সিগন্যালটি বন্ধ হয়ে যায়। কিন্তু বাসের চালক সংজ্ঞাহীন হয়ে পড়ায় বাসটি সিগন্যাল ভেঙেই এগিয়ে যায়। উল্টোদিক থেকে আসা গাড়ি-বাইকে সজোরে ধাক্কা মারে বাসটি। একটি ই-রিক্সায় ধাক্কা মেরে উল্টে যায় বাসটি।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাটি আরও ভয়ঙ্কর হতে পারত। বাসের গতিবেগ কম থাকায় এবং বাসের কাঠামোও বেশ অনেকটাই নীচু হওয়ায় কোনও গাড়ি-বাইক বাসের নীচে ঢুকে যায়নি। দুর্ঘটনায় বাসের যাত্রী ও ই-রিক্সায় থাকা দুই শিশু সহ মোট ছয়জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসা চলাকালীন এক বৃদ্ধের মৃত্যু হয়। অন্যদিকে, হৃদরোগে আক্রান্ত ওই বাস চালকেরও মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, হরদেব পাল নামক বছর ষাটের ওই বাসচালক প্রায় এক দশক ধরে সিটি মেট্রো বাস সার্ভিসে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে বাস চালাতে চালাতে আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং স্টিয়ারিংয়ের উপর লুটিয়ে পড়েন। এরপরেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গোটা দুর্ঘটনাটিই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।