Rajasthan Businessman: ভিডিয়ো: খবরের কাগজ পড়া শেষ হতেই মৃত্যু হল এই ব্যক্তির
Viral Video: স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দিলীপের জামা কাপড়ের ব্যবসা রয়েছে এবং তিনি আদতে গুজরাটের সুরাটের বাসিন্দা। এক সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৪ নভেম্বর তিনি রাজস্থানের বারমারে এসেছিলেন।
বারমার: জন্ম হলে মৃত্যু হবে, এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। মৃত্যু যে কোনও সময় আকস্মিকভাবে নেমে আসতে পারে। রাজস্থানের এক ব্যবসায়ীর সঙ্গে এমনটাই হয়েছে। রাজস্থানের বারমারে একটি ক্লিনিকে বসে খবরের কাগজ পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ব্যবসায়ী। গত সপ্তাহে শনিবার এই ঘটনাটি ঘটেছে। ৬১ বছর বয়সী দিলীপ কুমার মাদানি দাঁতের ডাক্তার দেখাতে গিয়ে ক্লিনিকের বাইরে বলে অপেক্ষা করছিলেন।
ক্লিনিকের বাইরে বসে অপেক্ষারত অবস্থাতেই অসুস্থ বোধ করতে শুরু করেন ওই ব্যক্তি। কয়েক মিনিটের মধ্যেই তিনি মাটিতে পড়ে যান। ব্যবসায়ীতে পড়ে যেতে দেখে ক্লিনিকের কর্মীরা দ্রুত ছুটে আসেন, এমনকী তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু দিলীপের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। ক্লিনিকের সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে।
अखबार पढ़ते-पढ़ते अचानक आई मौत
◆ डॉक्टर के पास गए थे बिजनेसमैन, बैठे- बैठे जमीन पर गिर पड़े
◆ घटना राजस्थान के बाड़मेर की है#ViralVideos pic.twitter.com/cOcf5FluDx
— News24 (@news24tvchannel) November 7, 2022
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দিলীপের জামা কাপড়ের ব্যবসা রয়েছে এবং তিনি আদতে গুজরাটের সুরাটের বাসিন্দা। এক সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৪ নভেম্বর তিনি রাজস্থানের বারমারে এসেছিলেন। ৫ নভেম্বর থেকেই তাঁরে দাঁতে ব্যথা শুরু হয় এবং সেই কারণে তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসককে দেখানোর আগেই তিনি মাটি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ক্লিনিকের স্টাফরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
ওই ক্লিনিকের মালিক ডাঃ কপিল জৈন এই ঘটনা প্রসঙ্গে বলেন, “দিলীপের পরিবারের সঙ্গে দেখা করার আগে আমি কিছু বলতে চাই না। আমাকে জানানো হয়েছে, ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তাঁকে ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।” জানা গিয়েছে, দিলীপের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে এবং তারা ব্যবসার দেখভাল করে। মৃত ব্যবসায়ীর ভাই মহেন্দ্র মাদানি এই প্রসঙ্গে বলেন, “সকালেও তিনি ঠিক ছিলেন। সম্ভবত হৃদরোগের কারণেই তাঁর মৃ্ত্যু হয়েছে। খবর পেয়ে তাঁর পরিবারও এখানে আসছে।”
উল্লেখ্য, গতমাসেই এক জিম ট্রেনার মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। চেয়ারে বসেই তাঁর হ্যার্ট অ্যাাটক হয়। জানা গিয়েছিল মৃত ব্যক্তির নাম আদিল। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে