আজ প্রকাশ পাচ্ছে না CBSE দশম শ্রেণীর রেজাল্ট
এর আগে ৩০ জুলাই ফলাফল ঘোষণা করেছিল বোর্ড। দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পরপরই, দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানতে চেয়েছিল কখন তাদের ফলাফল (Result) ঘোষণা করা হবে।
২০২১ সালের ২ আগস্ট দশম শ্রেণীর (10 Result) ফলাফল প্রকাশ করছে না সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বোর্ডের এক কর্তা এ কথা জানিয়ে দিয়েছেন। এই সপ্তাহে দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে, তবে আজ নয়। পড়ুয়াদের রেজাল্ট জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। cbseresults.nic.in এই ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে।
এর আগে ৩০ জুলাই ফলাফল ঘোষণা করেছিল বোর্ড। দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পরপরই, দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানতে চেয়েছিল কখন তাদের ফলাফল ঘোষণা করা হবে। সিবিএসইর পক্ষ থেকে তখন জানানো হয় আগামী সপ্তাহে রেজাল্ট ঘোষণা হবে।
এ বছর পরীক্ষা মে মাসে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বাতিল তা করা হয়েছিল। সারা দেশে প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী দশম শ্রেণীর রেজাল্ট ঘোষণার জন্য অপেক্ষা করছে। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে মোবাইল অ্যাপ থেকে তাদের ফলাফল জানতে পারবে। আরও পড়ুন: বিশ্লেষণ: ই-রুপি কী? কীভাবে ব্যবহার করবেন? রইল বিস্তারিত তথ্য