Delhi Ordinance Bill: কেজরীর পাশে থাকতে রাজ্যসভায় হুইপ জারি কংগ্রেস-জেডিইউ-র, জল ঢাললেন জগন্মোহন
Parliament: লোকসভায় ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব পেশ করেছে কংগ্রেস ও বিআরএস। মণিপুর ইস্য়ু নিয়ে এককাট্টা হয়েছে বিরোধীরা। এবার রাজ্যসভাতেও সরকারকে একঘরে করতে উদ্যোগী বিরোধীরা। দিল্লি অধ্য়াদেশ বা অর্ডিন্যান্স বিল নিয়ে এবার আম আদমি পার্টির পাশে দাঁড়াল কংগ্রেস।
নয়া দিল্লি: সংসদে পেশ হতে পারে দিল্লি অধ্যাদেশ বিল (Delhi Ordinance Bill)। ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা । আজই সংসদে (Parliament) পেশ করা হতে পারে এই বিল। কেন্দ্রের আনা এই বিলের তীব্র বিরোধিতা করেছে আম আদমি পার্টি। তাদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিআরএস সহ একাধিক দল। এবার দিল্লি অধ্যাদেশ বিল নিয়ে আপের পাশে থাকতে হুইপ (Whip) জারি করল কংগ্রেস (Congress)। সমস্ত সাংসদদের আজ উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি জেডিইউ-র তরফেও হুইপ জারি করা হয়েছে। এদিকে, ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) শাসক দলকেই সমর্থন জানাবে বলে জানিয়েছে। ফলে বিল পাশে ইন্ডিয়া জোটের বিরোধিতা ধোপে টিকবে না।
লোকসভায় ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব পেশ করেছে কংগ্রেস ও বিআরএস। মণিপুর ইস্য়ু নিয়ে এককাট্টা হয়েছে বিরোধীরা। এবার রাজ্যসভাতেও সরকারকে একঘরে করতে উদ্যোগী বিরোধীরা। দিল্লি অধ্য়াদেশ বা অর্ডিন্যান্স বিল নিয়ে এবার আম আদমি পার্টির পাশে দাঁড়াল কংগ্রেস। এ দিন কংগ্রেসের তরফে হুইপ জারি করা হয় রাজ্যসভায়। জেডিইউ-র তরফেও রাজ্য়সভাতে হুইপ জারি করে সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। হুইপ জারি করে সংসদে আসতে বলা হয়েছে জেডিইউ-র রাজ্য়সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশকেও।
সূত্রের খবর, রাজ্যসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকও বয়কট করতে পারেন বিরোধী দলের নেতারা।
এই বিল পাশের ক্ষেত্রে লোকসভায় কোনও সমস্যা না থাকলেও, জট ছিল রাজ্যসভায়। কারণে সেখানে বিজেপির একক সংখ্য়াগরিষ্ঠতা নেই। তবে এ দিন সকালেই অন্ধ্র প্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের তরফে জানানো হয়, দিল্লি অধ্যাদেশ বিলে তারা বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোটকেই সমর্থন করবে। রাজ্যসভায় ওয়াইএসআর কংগ্রেসের ৯ জন সদস্য় রয়েছে এবং লোকসভায় ২২ জন। জগন্মোহন রেড্ডির দলের সমর্থনে সরকার সহজেই সংসদের দুই কক্ষে এই বিল পাশ করিয়ে নিতে পারবে।
প্রসঙ্গত, দিল্লি সরকারের ক্ষমতা নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সরকারের লড়াই দীর্ঘদিনের। সম্প্রতিই সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্র বনাম দিল্লি সরকারের মামলার রায়ে বলা হয়, জমি, পুলিশ ও আইনশৃঙ্খলা ছাড়া সমস্ত ক্ষেত্রে শাসনের অধিকার দিল্লি সরকারের হাতে থাকবে। এরপরই আমলা বদলি করতে শুরু করে দিল্লির কেজরীবাল সরকার। পাল্টা কেন্দ্রের তরফেও একটি অধ্যাদেশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে ন্যস্ত থাকবে।