Mamata Banerjee Demands New High Court: চাপ কমুক কলকাতা হাইকোর্টের, উত্তরবঙ্গে পৃথক হাইকোর্টের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Demands New High Court: গতকালের সম্মেলনে একটি কাউন্সিল গঠন করা নিয়ে আলোচনা হয়। মূলত বিভিন্ন রাজ্যের হাইকোর্টের উপর থেকে চাপ কমাতে এই কাউন্সিল গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে। ওই আলোচনাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে একটি নতুন হাইকোর্ট তৈরির প্রস্তাব দেন।

Mamata Banerjee Demands New High Court: চাপ কমুক কলকাতা হাইকোর্টের, উত্তরবঙ্গে পৃথক হাইকোর্টের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী
অলঙ্করণ: অভীক দেবনাথ।
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 1:12 PM

নয়া দিল্লি: দিল্লি সফরে যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে একান্ত বৈঠকের কোনও পরিকল্পনা নেই।  তবে শনিবার একই অনুষ্ঠানে মুখোমুখি হতেই, যাবতীয় বিভেদ ভুলে সৌজন্য বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একদিকে যেমন প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করেছেন, তেমনই প্রধানমন্ত্রীও লাল লঙ্কা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষ ‘টিপস’ দিয়েছেন। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) উপরে চাপ কমাতে উত্তরবঙ্গে আলাদা হাইকোর্ট তৈরির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাব নিয়ে দ্রুত ভাবনাচিন্তা করার আর্জিও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, গতকালের সম্মেলনে একটি কাউন্সিল গঠন করা নিয়ে আলোচনা হয়। মূলত বিভিন্ন রাজ্যের হাইকোর্টের উপর থেকে চাপ কমাতে এই কাউন্সিল গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে। ওই আলোচনাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে একটি নতুন হাইকোর্ট তৈরির প্রস্তাব দেন। জলপাইগুড়িতে এই হাইকোর্ট তৈরি হলে, কলকাতা হাইকোর্টের উপরে যে বিপুল মামলার চাপ রয়েছে, তা অনেকটাই কমবে বলে তিনি জানান। এছাড়া কলকাতা হাইকোর্টকে বর্ধিত করার জন্য রাজারহাটে জমির দাবিও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ রয়েছেন। উত্তরবঙ্গ থেকে যাদের কলকাতায় এসে মামলা-মোকদ্দমা করা সম্ভব নয়, তারা এই সার্কিট বেঞ্চে আবেদন জানাতে পারেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা উত্তরবঙ্গে গিয়ে মামলাগুলির শুনানি করেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের পৌরহিত্যে এই কাউন্সিল গঠিত হলে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের উপরে তৈরি হওয়া বিপুল চাপ কমানোর জন্য নতুন করে হাইকোর্ট তৈরি করা হবে বলেই মনে করা হচ্ছে।

শনিবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয়েছিল বিচারপতিদের সম্মেলনের। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনা সহ বিভিন্ন হাইকোর্টের বিচারপতিরা। অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের। সেই আমন্ত্রণ রক্ষা করতেই দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্মেলন শেষ হওয়ার পর মুখোমুখি হন মুখ্য়মন্ত্রী-প্রধানমন্ত্রী। চা চক্রে দু’জনের মধ্যে সৈজন্য বিনিময় হন। অনুষ্ঠানে দেশের বিচার ব্যবস্থা ও আগামিদিনের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে আঞ্চলিক ভাষায় জোর দেওয়ার বিষয়ে যে কথা বলেছেন , তার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন: LPG Price Hike: মাসের প্রথম দিনেই হেঁশেলে ছ্যাঁকা, ফের বাড়ল রান্নার গ্য়াসের দাম! 

আরও পড়ুন: Chhattisgarh Harassment: ‘ঘরে ঢুকেছিল কোন সাহসে?’, উল্টো করে গাছে ঝুলিয়ে লাঠির ঘা দিনমজুরকে