Supreme Court: সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিল কলেজিয়াম
Collegium: সুপ্রিম কোর্টে নিযুক্ত হতে চলেছেন ৩ নতুন বিচারপতি। সোমবার কলেজিয়াম ৩ নতুন বিচারপতির নিয়োগে ছাড়পত্র দিয়েছে। এঁরা হলেন, সতীশ চন্দ্র শর্মা, আউগুস্টাইন জর্জ মসিহ এবং সন্দীপ মেহতা।
![Supreme Court: সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিল কলেজিয়াম Supreme Court: সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিল কলেজিয়াম](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/11/SC-judges.jpeg?w=1280)
নয়া দিল্লি: কেন্দ্রের সুপারিশ মোতাবেকই সুপ্রিম কোর্টে (Supreme court) নিযুক্ত হতে চলেছেন ৩ নতুন বিচারপতি (New judges)। সোমবার কলেজিয়াম (Collegium) ৩ নতুন বিচারপতির নিয়োগে ছাড়পত্র দিয়েছে। এঁরা হলেন, সতীশ চন্দ্র শর্মা, আউগুস্টাইন জর্জ মসিহ এবং সন্দীপ মেহতা। এঁদের মধ্যে সতীশ চন্দ্র শর্মা দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, মসিহ রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি এবং গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সন্দীপ মেহতা। কলেজিয়ামে এঁদের তিনজনের নাম সুপারিশ করেছিল কেন্দ্র। এই নতুন ৩ বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৪।
প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সূর্য কান্তের সমন্বয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গঠিত। এদিন এই ৫ বিচারপতির সমন্বয়ে গঠিত কলেজিয়াম একাধিক নামের মধ্য থেকে সতীশ চন্দ্র শর্মা, আউগুস্টাইন জর্জ মসিহ এবং সন্দীপ মেহতাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে ছাড়পত্র দেয়।
এদিন ৩ বিচারপতি নিয়োগে ছড়পত্র দিয়ে কলেজিয়ামের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে বহু মামলা বিচারাধীন রয়েছে। বিচারকদের কাজের চাপ যথেষ্ট বেড়েছে। এই বিষয়গুলি মাথায় রেখেই সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্যপদগুলি পূরণ করা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। তাই ৩ বিচারপতি নিয়োগে সম্মতি দেওয়া হল।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)