Corona Cases Lockdown News: বঙ্গে পজিটিভিটির হার নামল ৫ শতাংশের নীচে, চিন্তায় রাখছে দার্জিলিং ও জলপাইগুড়ির পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা-দুইই কমেছে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। অন্যদিকে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের।
দৈনিক করোনা সংক্রমণে আরও স্বস্তি পেল দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ হাজার ৭৪৩ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬-এ। এরমধ্যে করোনা জয় করেছেন ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৬০ হাজার ১৯। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
বঙ্গে পজিটিভিটির হার নামল ৫ শতাংশের নীচে, চিন্তায় রাখছে দার্জিলিং ও জলপাইগুড়ির পরিস্থিতি
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এক কথায় নিম্নমুখী। রাজ্যের শুক্রবার করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে ৩ হাজারের নীচে। গত ৮ এপ্রিলের পর প্রথমবার রাজ্যের দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে নামল। স্বতি দিয়ে মৃত্যুও কমছে। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিটির হার ৫ শতাংশের সামান্য বেশি।
সবিস্তারে পড়ুন: বঙ্গে পজিটিভিটির হার নামল ৫ শতাংশের নীচে, চিন্তায় রাখছে দার্জিলিং ও জলপাইগুড়ির পরিস্থিতি
-
খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয় ঢেউয়ে আনলকে ‘ফার্স্ট’ তেলেঙ্গনা
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেসেছে গোটা দেশ। দীর্ঘদিন লকডাউনে ছিল একাধিক রাজ্য। আসতে আসতে তালা খুলছে একাধিক রাজ্যের। এই অবস্থায় প্রথম রাজ্য হিসেবে সম্পূর্ণ আনলকের পথে হাঁটল তেলেঙ্গনা (Telengana)। জুলাই মাসের ১ তারিখ থেকে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করছে কে চন্দ্রশেখর রাওর সরকার।
বিস্তারিত পড়ুন: খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয় ঢেউয়ে আনলকে ‘ফার্স্ট’ তেলেঙ্গনা
-
-
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অক্সিজেন জোগানের ‘নায়ক’ গুরুপ্রসাদ, শোক প্রকাশ মোদীর
করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে দেখা দিয়েছিল অক্সিজেন সঙ্কট। প্রাণবায়ু সঙ্কটে পড়েছিল দিল্লি থেকে কলকাতা। সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করেছিল কেন্দ্র। কেন্দ্রের সেই অক্সিজেন পৌঁছে দেওয়ায় নায়কের ভূমিকায় ছিলেন ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের সচিব ডঃ গুরুপ্রসাদ মহাপাত্র। এ বার কার্যত করোনাই প্রাণ কাড়ল তাঁর।
বিস্তারিত পড়ুন: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অক্সিজেন জোগানের ‘নায়ক’ গুরুপ্রসাদ, শোক প্রকাশ মোদীর
-
আনলক পর্বে ‘টেস্ট-ট্রাক-ট্রিটে’ই জোর কেন্দ্রের
দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই শুরু হয়েছে আনলক পর্ব। কিন্তু এক সপ্তাহেই দিল্লি বা মুম্বইয়ের মতো শহরে বাজার, শপিং মলে যে হারে সাধারণ মানুষের ভিড় দেখা গিয়েছে, তাতে ফের সংক্রমণ বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন চিকিৎসক-গবেষকরা। পরিস্থিতি সামাল দিতে শনিবার ফের কেন্দ্রের তরফে করোনার তিন দাওয়াই- টেস্ট, ট্রাক ও ট্রিটমেন্টের পথ অনুসরণ করেই আনলক শুরু করার অনুরোধ করা হল।
বিস্তারিত পড়ুন: ধারে-কাছে ঘেঁষবে না করোনা, লকডাউন তুলতে রাজ্যগুলিকে ‘পঞ্চবাণ’ স্বরাষ্ট্রসচিবের
-
ঘরবন্দি থেকেও বাড়ছে বিপদ, কমছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর ধরে মাস্কেই ঢাকা পড়েছে মুখ। সংক্রমণের ছোঁয়াচ এড়াতে করোনাবিধি কাজে লাগলেও বিরূপ প্রভাব পড়ছে শিশুদর উপর। সম্প্রতি ইংল্যান্ডের গবেষকরা জানিয়েছে, করোনাকালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) কমে গিয়েছে অনেকটাই।
বিস্তারিত পড়ুন: মাস্ক, সামাজিক দূরত্ববিধিতে কমেছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, চাঞ্চল্যকর দাবি গবেষণায়
-
-
বাজারে আসতে চলেছে জাইডাসের প্রতিষেধকও
দেশে এখন অনুমোদিত করোনা প্রতিষেধকের সংখ্যা ৩। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি-র পর দেশে চতুর্থ অনুমোদিত করোনা প্রতিষেধক হতে পারে জাইডাস-ক্যাডিলার (Zydus Cadilla) জাইকোভ ডি। আগামী সপ্তাহেই অনুমোদনের জন্য আবেদন করবে জাইডাস ক্যাডিলা। এমনটাই সূত্রের খবর। অনুমোদন পেলে বিশ্বের প্রথম ডিএনএ করোনা ভ্যাকসিন হতে চলেছে জাইকোভ-ডি।
বিস্তারিত পড়ুন: ৩ ডোজ়ের ভ্যাকসিন, আগামী সপ্তাহেই অনুমোদনের আবেদন করতে পারে ক্যাডিলা
-
কবে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ, জানালেন এইমস কর্তা
কিছুতেই রোখা যাবে না সংক্রমণের তৃতীয় ঢেউ (Third Wave of COVID-19)। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা আছড়ে পড়তে পারে দেশে, এমনটাই সতর্কবাণী শোনালেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া। সংক্রমণ কমতেই যেখানে ধীরে ধীরে বিভিন্ন রাজ্য আনলকের পথে হাঁটছে, সেই সময় টিকা সঙ্কটের কারণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সকলকে ডিসেম্বরের মধ্যে টিকাকরণ। সেক্ষেত্রে কোভিশিল্ডের দুটি ডোজ়ের মধ্যে সময়ের ব্যবধানও খারাপ বুদ্ধি নয় বলেই মনে করছেন এইমস (AIIMS) প্রধান।
বিস্তারিত পড়ুন: ‘তৃতীয় ঢিউ অবশ্যম্ভাবী’ কবে আছড়ে পড়বে আগামী সংক্রমণ, জানালেন এইমস কর্তা
-
টিকা নিলে কতটা সুরক্ষা মিলবে সংক্রমণ থেকে, জানাল স্বাস্থ্যমন্ত্রক
করোনা সংক্রমণ রুখতে টিকাকরণের উপর বারংবার জোর দিচ্ছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানান, করোনা টিকা নিলে ৯৪ শতাংশ সুরক্ষা মেলে সংক্রমণ হওয়া থেকে। টিকা নেওয়ার পরও যদি কেউ করোনা আক্রান্ত হন, তবে সেক্ষেত্রে হাসপাতাল যাওয়ার সম্ভাবনাও ৭৫ থেকে ৮০ শতাংশ কমে যায়।
বিস্তারিত পড়ুন: টিকা নিয়ে সুরক্ষিত স্বাস্থ্যকর্মীরা, ৯৪ শতাংশ সুরক্ষা মিলছে সংক্রমণ থেকে, জানাল স্বাস্থ্যমন্ত্রক
-
সপ্তাহ শেষে ফের লকডাউন কেরলে
রাজ্যে করোনা সংক্রমণ করতেই আংশিক আনলক প্রক্রিয়া শুরু হয়েছে কেরলে। তবে শনি ও রবিবার এখনও লকডাউন জারি রয়েছে রাজ্যে। লকডাউনের নিয়ম মতোই বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট, যাতায়াতের ক্ষেত্রে যাচাই করা হচ্ছে ই-পাস।
Kerala wears a deserted look as the state observes complete lockdown on weekends.
Visuals from Thiruvananthapuram pic.twitter.com/rt1w6b3PnM
— ANI (@ANI) June 19, 2021
-
টিকাপ্রাপ্ত হলেন ২৭ কোটি দেশবাসী
দেশে করোনা সংক্রমণ রুখতে জোরকদমে চলছে টিকাকরণ। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া গণটিকাকরণ কর্মসূচিতে এখনও অবধি টিকা পেয়েছেন ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জন জন।
-
ভুয়ো টিকাকরণের ফাঁদে হাজারো মুম্বইবাসী
দেশে টিকাসঙ্কটের মাঝেই রমরমিয়ে চলছে নতুন ব্যবসা। টিকাকরণের নামে ভুয়ো ইঞ্জেকশন দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। টিকাকরণের সার্টিফিকেটের জন্য কো-উইন প্ল্যাটফর্মে গেলেই ধরা পড়ছে গোটা ঘটনাটি। মুম্বইয়ের একটি আবাসনে এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসার পর চলচ্চিত্র প্রযোজক রমেশ তৌরানিও জালিয়াতির শিকার হয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেন।
বিস্তারিত পড়ুন: টিকা নিলেও কো-উইনে নেই নাম, উধাও সার্টিফিকেটও! ভুয়ো ‘ভ্যাকসিন ক্যাম্পে’র ফাঁদে হাজারো মানুষ
-
সাধারণের অসচেতনার কারণেই সময়ের আগে আসতে পারে তৃতীয় ঢেউ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের
সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই চিকিৎসক-বিশেষজ্ঞরা চিন্তিত করোনার তৃতীয় ঢেউ নিয়ে। এরই মধ্যে উদ্বেগ বাড়ল মহারাষ্ট্রকে ঘিরে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের গঠিত টাস্কফোর্সের বিশেষজ্ঞদের মতে, আনলক পর্ব শুরু হতেই যে হারে জনগণের ভিড় দেখা যাচ্ছে, তাতে নির্ধারিত সময়ের আগেই সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।
বিস্তারিত পড়ুন: ‘সময়ের আগেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ’, সাধারণের অসচেতনাকেই ফের দুষলেন বিশেষজ্ঞরা
Published On - Jun 19,2021 9:56 AM