video: পঞ্জাবে প্রকাশ্যে খুন রাম রহিমের অনুগামী, নতুন করে অশান্তির আশঙ্কা প্রশাসনের
Dera Sacha Sauda follower killed in Punjab: পঞ্জাবের ফরিদকোট জেলায় একেবারে প্রকাশ্য রাস্তাতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন গুরমিত রাম রহিমের ডেরা সচা সৌদার এক অনুগামী। ২০১৫ সালে ফরিদকোটে গুরু গ্রন্থ সাহিবের একটি কপি চুরি করার দায়ে অভিযুক্ত ছিলেন তিনি।
চণ্ডীগঢ়: বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে, পঞ্জাবের ফরিদকোট জেলায় একেবারে প্রকাশ্য রাস্তাতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন গুরমিত রাম রহিমের ডেরা সচা সৌদার এক অনুগামী। পাঁচজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী খুব কাছ থেকে তাঁকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। ২০১৫ সালে ফরিদকোটে গুরু গ্রন্থ সাহিবের একটি কপি চুরি করার দায়ে অভিযুক্ত ওই ব্যক্তি আগে জামিনে মুক্তি পেয়েছিলেন। যে চুরির ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর জেলা জুড়ে হিংসা ছড়িয়ে পড়েছিল।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম প্রদীপ সিং। ফরিদকোটের কোটকাপুরায় তাঁর একটি দুধের দোকান আছে। সকালে, সেই দোকান খোলার সময়ই তার উপর এই প্রাণঘাতী হামলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপ সিং-এর। হত্যার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফরিদকোট রেঞ্জের পুলিশের আইজি প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, হত্যাকারীদের শনাক্তকরণ এবং তাদের ধরার বিষয়ে পুলিশ কিছু সূত্রের সন্ধান পেয়েছে। সেই সূত্রাবলী ধরে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজে দেখা গিয়েছে, দুটি মোটরবাইকে করে এসেছিল ওই পাঁচ আততায়ী।
#BREAKING: In the CCTV footage, five unidentified men can be seen opening fire to kill Dera Sacha Sauda follower & accused in #Bargari sacrilege Pardeep Singh at Kotkapura. pic.twitter.com/qg5meXMwFO
— Parteek Singh Mahal (@parteekmahal) November 10, 2022
২০১৫ সালে ফরিদকোট জেলায় এক গুরুদ্বার থেকে গুরু গ্রন্থ সাহিবের একটি ‘বির’ বা প্রতিলিপি চুরি গিয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের একজন ছিলেন নিহত প্রদীপ সিং। ২০১৫ সালের ওই ঘটনাকে কেন্দ্র করে ফরিদকোট জেলা জুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ দেখা গিয়েছিল। প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল পুলিশ। ফলে, বেহবাল কালান এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল, এবং কোটকপুরায় আরও কয়েকজন আহত হয়েছিলেন।
এদিনের ঘটনার পর, ফরিদকোটের আবহাওয়া ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। টুইট করে তিনি বলেছেন, “পঞ্জাব শান্তিপ্রিয় রাজ্য। নাগরিকদের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ অত্যন্ত দৃঢ়। কাউকে পঞ্জাবের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না। পুলিশ ও প্রশাসনিক কর্তাদের রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, সিরসায় ডেরা সচ সৌদার সদর দফতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হয়েছে ডেরা প্রধান গুরমিত রাম রহিমের।