Dharmendra Pradhan: ‘নতুন ভোরের সূচনার সংকল্পে অবিচল…’, অনুচ্ছেদ ৩৭০ রায়ে উচ্ছ্বসিত শিক্ষামন্ত্রী
Dharmendra Pradhan: জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করে আদালত জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই অনুচ্ছেদ ৩৭০ অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা একটা সাময়িক ব্যবস্থা ছিল। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
নয়া দিল্লি: সোমবার (১১ ডিসেম্বর), এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ অবলুপ্তির সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে। জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করে আদালত জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই অনুচ্ছেদ ৩৭০ অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা একটা সাময়িক ব্যবস্থা ছিল। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে তিনি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন, “আমি অনুচ্ছেদ ৩৭০ বাতিলকে বৈধতা দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টের আজকের রায় জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন শক্তি যোগ করবে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদের ঐতিহাসিক সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকেও সমর্থন করছে। প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্দ্রী অমিত শাহের নির্দেশনায় আমাদের সরকার জম্মু কাশ্মীর ও লাদাখে শান্তি, সমৃদ্ধি, প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন ভোরের সূচনা করার সংকল্পে অবিচল রয়েছে। নয়া জম্মু-কাশ্মীর।”
২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দানকারী, সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিল করেছিল মোদী সরকার। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভাগ করে লাদাখ ও জম্মু-কাশ্মীর – দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এদিন এই মামলার রায় প্রদান করেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কওল দুটি রায় দিয়েছেন। রায়দুটি ভিন্ন হলেও, সমান্তরাল। পরস্পরবিরোধী নয়। পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির সিদ্ধান্ত বৈধ। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের নির্দেশও বৈধ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “ভারতে অন্তর্ভূক্তির পর জম্মু-কাশ্মীরের কোনও অভ্যন্তরীণ সার্বভৌমত্বের গুরুত্ব নেই।” জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে বিধানসভার নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিক শাহরা, সুপ্রিম কোর্টের এই রায়ে আনন্দ প্রকাশ করেছেন। এই রায় কাশ্মীরের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তুলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর, অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সিদ্ধান্ত যে সম্পূর্ণ সাংবিধানিক ছিল, তা এই রায়ে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট জম্মু কাশ্মীরের রাজনৈতিক দলের নেতারা। এই রায়কে ‘হতাশাজনক’ বলেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। গুলাম নবি আজাদও এই রায়কে ‘দুঃখজনক’ বলেছেন।