Kunal Kamra-Dhruv Rathee: হঠাৎ কুণাল কামরাকে ২৭০০ টাকা দিলেন ধ্রুব রাঠি, কেন জানেন?
Shiv Sena Controversy: শিবসেনার ভাঙন, নতুন শিবসেনা গঠন- এইসব নিয়েই একটি প্যারোডি তৈরি করেছিলেন কুণাল কামরা। সেখানেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে 'গদ্দার' তকমা দিয়েছিলেন কুণাল। এতেই তাঁর উপরে ক্ষোভ আছড়ে পড়ে।

মুম্বই: শিবসেনা নিয়ে মন্তব্য করে বিপাকে কমেডিয়ান কুণাল কামরা। মহারাষ্ট্রের রাজনীতিতে বিগত এক বছরে যে বিপুল ভোলবদল হয়েছে এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলবদল নিয়ে মজা করে গান তৈরি করেছিলেন জনপ্রিয় কমেডিয়ান। এরপরই রোষানলে পড়তে হয়েছে তাঁকে। এবার তাঁর পাশে দাঁড়ালেন আরেক ইউটিউবার ধ্রুব রাঠি।
শিবসেনার ভাঙন, নতুন শিবসেনা গঠন- এইসব নিয়েই একটি প্যারোডি তৈরি করেছিলেন কুণাল কামরা। সেখানেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ তকমা দিয়েছিলেন কুণাল। এতেই তাঁর উপরে ক্ষোভ আছড়ে পড়ে। ভাঙচুর করা হয় তাঁর শো যেখানে হয়েছিল, সেই স্টুডিয়ো। কুণাল কামরা যে হোটেলে ছিলেন, সেখানেও ভাঙচুর করা হয়।
এই বিতর্কের মাঝেও মাথা নোয়াননি কুণাল কামরা। তিনি বিবৃতি দিয়ে বলেন, “আমি ক্ষমা চাইব না…আমি এই দুষ্কৃতীদের ভয় পাই না। আমি ভয়ে খাটের নীচে লুকিয়েও থাকব না। জনপ্রতিনিধি হয়েও মজা গ্রহণ করতে না পারা, আমার অধিকার পরিবর্তন করে না। যত দূর আমি জানি, রাজনৈতিক নেতা ও রাজনীতির সার্কাস নিয়ে মজা করা আইনত অপরাধ নয়। আমার বিরুদ্ধে কোনও আইনগত পদক্ষে করা হলে, আমি তাতে সহযোগিতা করব।”
কুণাল কামরার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি কুণালের ভিডিয়োয় কমেন্ট করে লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ।”
শুধু মুখে প্রশংসাই নয়, কুণালকে আর্থিক সাহায্যও করেছেন ধ্রুব রাঠি। কুণালের জন্য তিনি ২৯.৯৯ পাউন্ড ডোনেশন দেন, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক আনুমানিক ২৭০০ টাকা।





