২০০২ সালের ১২ সেপ্টেম্বর সবরমতী নদীর প্রবাহ খতিয়ে দেখতে এলিস সেতুতে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সৌজন্য: GETTY
রাজনীতির ঊর্ধ্বে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ১৯৯৫ সালে সংসদের সেন্ট্রাল হলে তৎকালীন কংগ্রেসের টেলিকম মন্ত্রী সুখরাম ও জনতা দলের নেতা চন্দ্রশেখরের সঙ্গে তৎকালীন সাংসদ বাজপেয়ী। সৌজন্য: GETTY
১৯৭৮ সালে বিদেশমন্ত্রী থাকাকালীন সময়ে জাপানে সাংবাদিকদের মুখোমুখি অটল বিহারী বাজপেয়ী। সৌজন্য: GETTY
১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর মুম্বইয়ে বলিউড অভিনেতা দেব আনন্দের সঙ্গে তৎকালীন জনসঙ্ঘ নেতা অটল বিহারী বাজপেয়ী। সৌজন্য: GETTY
২০০৪ সালে সার্ক সম্মেলনে ইসলামাবাদে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে করমর্দন তৎকালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের। সৌজন্য: GETTY
২০০৪ সালে সার্ক সম্মেলন শেষে ইসলামাবাদ বিমানবন্দরে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে আলিঙ্গন করে বন্ধুত্বের বার্তা দেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী জাফারুল্লাহ জামালি। সৌজন্য: GETTY
নয়াদিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে লালকৃষ্ণ আডবানির সঙ্গে অটল বিহারী বাজপেয়ী। সৌজন্য:GETTY