Congress: প্রাক্তন থেকে বর্তমান মুখ্যমন্ত্রী, ৩ রাজ্যে তারকার ছড়াছড়ি কংগ্রেসের প্রার্থী তালিকায়
Congress Candidate List: রবিবার কংগ্রেসের তরফে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। মধ্য় প্রদেশের ১৪৪টি আসনে, ছত্তীসগঢ়ের ৩০টি আসন ও তেলঙ্গনার ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
নয়া দিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই অ্যাসিড টেস্ট রয়েছে পাঁচ রাজ্যে। বছর শেষেই বিধানসভা নির্বাচন হতে চলেছে রাজস্থান, মধ্য় প্রদেশ (Madhya Pradesh), তেলঙ্গানা (Telangana), ছত্তীসগঢ় (Chhattisgarh) ও মিজোরামে (Mizoram)। ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। আজ, রবিবার কংগ্রেসের (Congress) তরফে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করা হল। মধ্য় প্রদেশের ১৪৪টি আসনে, ছত্তীসগঢ়ের ৩০টি আসন ও তেলঙ্গনার ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মধ্য প্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকা:
মধ্য় প্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকায় যে উল্লেখযোগ্য মুখগুলি রয়েছে, তার মধ্য়ে রয়েছেন মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তাঁকে চিন্দওয়াড়া আসন থেকে প্রার্থী করা হয়েছে। অন্য়দিকে, আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্বিজয় সিংয়ের ভাই লক্ষ্ণণ সিংকে চাচৌরা থেকে দাঁড় করানো হয়েছে। দ্বিগ্বিজয় সিংয়ের ছেলে জয়বর্ধন সিংকে রাঘগড় কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।কংগ্রেস বিধায়ক জয়বর্ধন সিং তাঁর বাবার আসন থেকেই দাঁড়াচ্ছেন।
ছত্তীসগঢ়ের প্রার্থী তালিকা-
তেলঙ্গানা-
তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য়ও কংগ্রেসের তরফে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ৫৫ জনের প্রার্থী তালিকায় অনুমুলা রেভান্থ রেড্ডি, উত্তম কুমার রেড্ডি, দশরী সিথাক্কা, এম রোহিত রাওয়ের মতো নেতাদের নাম রয়েছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়। প্রথম নির্বাচন হবে মিজোরামে। আগামী ৭ নভেম্বর ভোটগ্রহণ হবে। ওই দিনে ছত্তীসগঢ়েও প্রথম দফায় ভোট গ্রহণ হবে। এরপরে ১৭ নভেম্বর মধ্য প্রদেশে ও ছত্তীসগঢ়ের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। রাজস্থানে ভোট গ্রহণ হবে আগামী ২৩ নভেম্বর ও তেলঙ্গানায় ৩০ নভেম্বর ভোটগ্রহণ। পাঁচ রাজ্যের নির্বাচনের ফল একইদিনে ঘোষণা করা হবে। আগামী ৩ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।