Gold Mines: আরও ধনী হচ্ছে ভারত, ওড়িশার তিন জেলায় মিলল সোনার ভাণ্ডার
কেওনঝড় জেলার চারটি স্থানে, ময়ূরভঞ্জ জেলার চারটি স্থানে এবং দেওগড় জেলার একটি স্থানে সোনা গচ্ছিত রয়েছে বলে খনি ও GSI-এর সমীক্ষায় উঠে এসেছে।
ভুবনেশ্বর: ক্রমশ মহার্ঘ হচ্ছে সোনা। তবে আবারও গচ্ছিত সোনার খোঁজ মিলল ভারতে। এবার একেবারে বঙ্গোপসাগর তীরবর্তী রাজ্য, ওড়িশায় সোনার খনির খোঁজ মিলেছে। একটি নয়, ওড়িশার তিনটি পৃথক জেলায় একাধিক সোনার খনির খোঁজ মিলেছে। রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মালিক।
জানা গিয়েছে, ধেনকানালের বিধায়ক সুধীর কুমার সামালের এক লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়েই বিধানসভায় দাঁড়িয়ে স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মালিক বলেন, “খনি ও জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (GSI) কর্তৃপক্ষের সমীক্ষায় তিনটি জেলায় ভূ-পৃষ্ঠের নীচে সোনা গচ্ছিত থাকার কথা প্রকাশ্যে এসেছে। দেওগড়, কেওনঝড় এবং ময়ূরভঞ্জ জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।”
সোনার খনির সন্ধানের বিষয়ে মন্ত্রী প্রফুল্ল মালিক আরও বলেন, “কেওনঝড় জেলার চারটি স্থানে, ময়ূরভঞ্জ জেলার চারটি স্থানে এবং দেওগড় জেলার একটি স্থানে সোনা গচ্ছিত রয়েছে বলে খনি ও GSI-এর সমীক্ষায় উঠে এসেছে।”
প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের পাশাপাশি সোনার খনিরও খোঁজ মেলে। একেবারে সোনার ৫টি ভাণ্ডারের খোঁজ মিলেছে। এর মধ্যে এবার ওড়িশায় মাটির নীচে সোনা গচ্ছিত থাকার কথা জানালেন নবীন পট্টনায়েক সরকারের মন্ত্রী। এগুলি থেকে সোনা উত্তোলন শুরু হলে হলুদ ধাতু উৎপাদনের নিরিখে ভারত যে আরও ধনী হয়ে উঠবে, তা বলা বাহুল্য।