২০-র বদলে আমন্ত্রিত ১০০, করোনাবিধি ভঙ্গ করায় বৌভাতের অনুষ্ঠান থেকেই শ্রীঘরে বর!

বৌভাতের অনুষ্ঠানে ২০ জনের বদলে আমন্ত্রণ করা হয়েছিল ১০০ জনকেয। পুলিশকে আসতে দেখেই ছুট লাগালেন অনেকে। অনুষ্ঠান মঞ্চ থেকেই গ্রেফতার করা হল বর ও তাঁর বাবাকে।

২০-র বদলে আমন্ত্রিত ১০০, করোনাবিধি ভঙ্গ করায় বৌভাতের অনুষ্ঠান থেকেই শ্রীঘরে বর!
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 3:40 PM

জলন্ধর: রাজ্যের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, বিয়ের অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। এ দিকে, বৌভাতের অনুষ্ঠানে দেখা গেল উপস্থিত রয়েছেন ১০০ জনেরও বেশি। নিয়মবিধি ভঙ্গ করেই চলছে দেদার হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া। পুলিশের কানে খবর যেতেই অনুষ্ঠান থেকেই গ্রেফতার করে আনা হল বরকে। যদিও তাঁর সাফাই, অনুষ্ঠানে এতজন কোথা থেকে এসেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

পঞ্জাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই রাজ্যজুড়ে জারি করা হয়েছিল কড়া করোনাবিধি। নৈশ কার্ফুর মেয়াদ বাড়ানোর পাশাপাশি আগামী ৩০ এপ্রিল অবধি রাজ্যের সমস্ত জিম, স্পা, সিনেমা হল, রেস্তরাঁ-বার, কোচিং সেন্টার ও খেলাধুলোর অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে জানানো হয়েছিল বিয়ে ও শেষকৃত্যের অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না।

এ দিকে, শনিবার রাতে জলন্ধরের একটি মন্দিরে আয়োজন করা হয়েছিল বৌভাতের অনুষ্ঠান। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, ২০ জন উপস্থিত থাকার কথা থাকলেও দেখা যায়, সেখানে ১০০ জনেরও বেশি আমন্ত্রিত উপস্থিত রয়েছে। এরপরই জলন্ধর পুলিশের তরফে বর ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়। পুলিশকে আসতে দেখেই অনুষ্ঠান ছেড়ে পালান অনেকে।

ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গ করার অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে। জলন্ধরের ডেপুটি কমিশনার জানান, করোনাকালে কোনও সামাজিক বা অন্যান্য অনুষ্ঠান আয়েোজনের জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, তাঁরা সেই অনুমতিও নেননি। যদিও বরের সাফাই, এতজনকে আমন্ত্রণই জানানো হয়নি। এত সংখ্যক লোক কোথা থেকে চলে এসেছিল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

আরও পড়ুন: ‘আর কোনও আলোচনা নয়, বিনামূল্যে ভ্যাকসিন দিন’, দাবি রাহুলের