United Nations: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে পুনরায় নির্বাচিত ভারত

United nation, India, হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য রয়েছে ভারত। চলতি বছরের ডিসেম্বরের ৩১ তারিখ সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০২২ - ২০২৪ মেয়াদকালের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগর সংলগ্ন অঞ্চলে ৫ টি আসন খালি ছিল

United Nations: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে পুনরায় নির্বাচিত ভারত
ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করেই হিউম্যান রাইটস কাউন্সিলের মোট আসন সংরক্ষিত রয়েছে। ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2021 | 5:52 PM

জেনিভা: দেশের জন্য নয়া সম্মান। বৃহস্পতিবার, রাষ্ট্রপুঞ্জের (United Nations) হিউম্যান রাইটস্ কাউন্সিলের (Human Rights Council) সদস্য রূপে আরও একবার নির্বাচিত হল ভারত। ২০২২ থেকে ২০২৪ সাল অবধি থাকবে সদস্যপদের মেয়াদ। এই সদস্যপদে জয়লাভে বিপুল সংখ্যায় ভোট পেয়েছে ভারত। আন্তর্জাতিক স্তরে দেশের এই জয়কে দেশে বিরাজমান গণতন্ত্র, বহুত্ববাদ ও মৌলিক অধিকারের জয় হিসেবেই তুলে ধরতে চাইছে নয়া দিল্লি।

বৃহস্পতিবার, রাষ্ট্রপুঞ্জের ৭৬ তম সাধারণ পরিষদের সভায় (UN General Assembly) আগামী তিন বছরের জন্য ১৮ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। আগামী জানুয়ারি থেকেই নব নির্বাচিত এই কাউন্সিলের মেয়াদ শুরু হবে। সাধারণ পরিষদে ১৯৩ দেশের সদস্যদের মধ্যে নির্বাচিত হওয়ার জন্য ৯৩ টি ভোটের প্রয়োজন হলেও, ভারত ১৮৪ টি ভোট পেয়েছে। এই বিপুল জয়ে রীতিমতো উচ্ছসিত বিদেশ মন্ত্রকের কর্তারা।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি (T S Tirumurti) সংবাদ সংস্থা পিটিআইকে (PTI) জানিয়েছে “মানবাধিকার পরিষদের নির্বাচনে দেশের এই বিপুল জয়ে আমি আপ্লুত। যেদেশ গুলি আমাদের বিপুলভাবে সমর্থন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জয় থেকেই পরিষ্কার দেশে মানবাধিকার রক্ষা ও বহুত্ববাদ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছে।”

রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী মিশন টুইট করে জানিয়েছেন ” ষষ্ঠ বারের জন্য, বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে ভারত। দেশের ওপর পুনরায় আস্থা রাখার জন্য রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে কৃতজ্ঞতা জানাই। মানবাধিকার রক্ষার জন্য আমরা যাবতীয় কাজ চালিয়ে যাব। ”

এখনও হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য রয়েছে ভারত। চলতি বছরের ডিসেম্বরের ৩১ তারিখ সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০২২ – ২০২৪ মেয়াদকালের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগর সংলগ্ন অঞ্চলে ৫ টি আসন খালি ছিল। ভারত (India), কাতার (Qatar), মালেশিয়া (Malaysia), কাজাখস্তান (Kazkhstan), ইউএই (UAE) এই পাঁচটি আসনে নির্বাচিত হয়েছে। গোপন ব্যালটে এই নির্বাচন হয়েছিল।

এই জয়ের পর হিউম্যান রাইটস কাউন্সিলের নির্বাচিত ও মনোনীত ৪৭ টি সদস্য দেশ গুলিকে ধন্যবাদ জানিয়েছে ভারত। ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করেই হিউম্যান রাইটস কাউন্সিলের মোট আসন সংরক্ষিত রয়েছে। আফ্রিকান দেশ গুলির জন্য ১৩ টি, এশিয়া ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশ গুলির জন্য ১৩ টি, পূর্ব ইউরোপের জন্য ৬ টি, লাতিন আমেরিকা ও ক্যারাবিয়ান দেশ গুলির জন্য ৮ টি এবং পশ্চিম ইউরোপের দেশ গুলির জন্য ৭ টি আসন সংরক্ষিত।

আরও পড়ুন তিন দিনের আন্দামান সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

আরও পড়ুন Afghanistan Issue: আফগানিস্তান নিয়ে মস্কোর বৈঠকে থাকবে ভারত