Vadhavan Port: তৈরি হবে ১ কোটি কর্মসংস্থান, দেশের অর্থনীতি বদলে দেবে বাদবন বন্দর
Largest Port of India: এই বন্দরে ২০ মিটারের একটি ড্রাফ্ট তৈরি করা হবে, যেখানে বড় ভেসেল ঢুকতে পারবে। ২৪০০০ কেজির ওজনের কন্টেনার শিপও এই বন্দরে নোঙর করতে পারবে। সড়ক ও রেলপথেও যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে এই বন্দরের সঙ্গে। তৈরি হবে ডেডিকেটেড ফ্রেট করিডর।
মুম্বই: কেন্দ্রের আরও এক বড় পদক্ষেপ। গ্লোবাল হাবে পরিণত হতে চলেছে দেশের নতুন বন্দর। মহারাষ্ট্রের পালঘর জেলায় দহানুর কাছে বাধবন দেশের সবথেকে বড় বন্দর হতে চলেছে। আজ, ৩০ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রের তরফে এই প্রকল্প নিয়ে তোড়জোড় চলছিল। গত ২০ জুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাদবন বন্দরের অনুমোদন দেওয়া হয়। জানা গিয়েছে, জওহরলাল নেহরু পোর্ট অথারিটি ও মহারাষ্ট্র মেরিটাইম বোর্ডের যৌথ উদ্যোগে ৭৬ হাজার ২২০ কোটি টাকা খরচ করে এই বাদবন পোর্ট প্রজেক্ট তৈরি করা হবে। এর মধ্যে ৭৪ শতাংশ জেএমপিএ ও ২৬ শতাংশ অংশিদারী এমএমবি-র থাকবে। এই প্রথম কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে গ্রিনফিল্ড বন্দর তৈরি করা হবে।
A very special project that will contribute to India’s development. It will also reaffirm Maharashtra’s pivotal role as a powerhouse of progress. https://t.co/TKqvo4ZO8c
— Narendra Modi (@narendramodi) August 30, 2024
এই বন্দরে ২০ মিটারের একটি ড্রাফ্ট তৈরি করা হবে, যেখানে বড় ভেসেল ঢুকতে পারবে। ২৪০০০ কেজির ওজনের কন্টেনার শিপও এই বন্দরে নোঙর করতে পারবে। সড়ক ও রেলপথেও যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে এই বন্দরের সঙ্গে। তৈরি হবে ডেডিকেটেড ফ্রেট করিডর। পাশাপাশি মুম্বই-ভাদোদরা এক্সপ্রেসওয়েও তৈরি হচ্ছে, যা এই বন্দরের সঙ্গে যোগাযোগ আরও সহজ করবে। রেল ও সড়ক পথ তৈরি হয়ে গেলে, মহারাষ্ট্র, উত্তর ও দক্ষিণ গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় সহ উত্তর ও মধ্য ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
কেন্দ্র জানিয়েছে, এই বন্দর তৈরি হলে সরাসরি ১২ লক্ষ কর্মসংস্থান এবং ১ কোটি পরোক্ষ কর্মসংস্থান হবে। আগামী ২০৩০ সালের মধ্যেই এই বন্দর তৈরি হয়ে যাবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)