Drug overdose: অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুর ঘটনায় গ্রেফতার NIT-র ছাত্র, বাজেয়াপ্ত ৩৪ গ্রাম চরস
Kerala Drug overdose death: ২৩ অক্টোবর, হামিরপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির প্রথম বর্ষের এক এমটেক ছাত্রের মৃত্যু হয়েছিল অতিরিক্ত মাদক সেবনে। ওই ছাত্রকে তাঁর হোস্টেলের ঘরেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ময়না তদন্তে উঠে এসেছিল অতিরিক্ত মাদক সেবনের বিষয়টি।
হামিরপুর: দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ধরা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিগুলিকে। সোমবার, অতিরিক্ত মাদক সেবনের জেরে মৃত্যুর এক মামলায় গ্রেফতার করা হল, কেরলের এনআইটি-হামিরপুরের এক ছাত্রকে। তার সঙ্গে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। দুজনের কাছ থেকে সব মিলিয়ে ৩৪.২৯ গ্রাম চরস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৩ অক্টোবর, হামিরপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির প্রথম বর্ষের এক এমটেক ছাত্রের মৃত্যু হয়েছিল অতিরিক্ত মাদক সেবনে। ওই ছাত্রকে তাঁর হোস্টেলের ঘরেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ময়না তদন্তে উঠে এসেছিল অতিরিক্ত মাদক সেবনের বিষয়টি। ঘটনার তদন্তে নেমে হামিরপুরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ। এই মামলার তদন্তের অংশ হিসাবে এদিন এনআইটির ওই ছাত্র-সহ দুজনকে গ্রেফতার করা হল। পুলিশ জানিয়েছে, এদিন এনআইটির ওই ছাত্র পালানোর চেষ্টা করেছিল। শহরের সীমান্তে এক পুলিশ চেকপয়েন্টে সে ধরা পড়ে। অপর ব্যক্তিকে শহরের অন্য এক অংশ থেকে পাকরাও করা হয়।
তবে, এই মামলায় ছাত্র গ্রেফতারির ঘটনা এই প্রথম হল না। এর আগে, এনআইটির চারজন ছাত্র এবং অন্য এক প্রতিষ্ঠানের এক বিএড ছাত্রকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং বেআইনি মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।