প্রেমের প্রস্তাবে না! মেয়ের বাবার গায়ে সাপ ছোড়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে
কাট্টাকাড়া থানার পুলিশ জানিয়েছে রবিবার রাত আড়াইটা নাগাদ ঘটেছে এই ঘটনা। ওই ব্যক্তি ঘরে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ওই ব্যক্তিকে মেরে ফেলার জন্য জানলা দিয়ে তাঁর গায়ে সাপ ছুড়ে দেন অভিযুক্ত।
কলকাতা: স্থানীয় এক যুবক প্রায়শই উত্যক্ত করতেন মেয়েকে। মেয়েটির বাবা ওই যুবককে নিষেধ করেছিলেন এই কাজ করতে। সেই রাগে বাবার গায়ে জ্যান্ত সাপ ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে। সাপ ছোড়ায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম কিচু। তাঁর বয়স ৩০ বছর। অতীতেও অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।
কাট্টাকাড়া থানার পুলিশ জানিয়েছে রবিবার রাত আড়াইটা নাগাদ ঘটেছে এই ঘটনা। ওই ব্যক্তি ঘরে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ওই ব্যক্তিকে মেরে ফেলার জন্য জানলা দিয়ে তাঁর গায়ে সাপ ছুড়ে দেন অভিযুক্ত। ওই ব্যক্তির মেয়ে যুবকের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। প্রেমের প্রস্তাব ফেরানোর পাশাপাশি ওই ব্যক্তি মেয়ের পিছনে ঘুরঘুর করা থেকে বিরত থাকতে বলেন ওই যুবককে।
মধ্য রাতে গায়ে সাপ দেখেই চিৎকার করে ওঠেন ওই ব্যক্তি। সেই চিৎকারে প্রতিবেশীরাও ছুটে আসেন। তখনই কিচুকে সেখানে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এর পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিচুকে জেলে পাঠানো হয়েছে।