Money Theft: ATM থেকে নগদ হাতাতে গিয়ে বিপত্তি! আগুনে পুড়ে ছাড়খার লক্ষ লক্ষ টাকা

Police Case: সেখানে প্রবেশ করে এটিএমের ভিতরে থাকা সিসিটিভির ক্যামেরার ওপর কালো রঙ স্প্রে করে দিয়েছিল তারা।

Money Theft: ATM থেকে নগদ হাতাতে গিয়ে বিপত্তি! আগুনে পুড়ে ছাড়খার লক্ষ লক্ষ টাকা
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 3:28 PM

পুণে: অটোমেটেড টেলার মেশিন (automated teller machine) বা এটিএম থেকে টাকা তুলতে আমরা সকলেই কমবেশি অভ্যস্ত। যেকোনও সময়ে নগদের প্রয়োজন হলে ডেবিট বা ক্রেডিট কার্ড হাতে নিয়ে আমরা এটিএমের বাইরে লাইনে দাঁড়িয়ে পড়ি। অনেক সময়ই এটিএমে জালিয়াতির অনেক অভিযোগ ওঠে। স্কিমার বসিয়ে অথবা অন্য কোনও প্রযুক্তির সাহায্য নিয়ে প্রতারকরা টাকা হাতিয়ে নেয়। তবে এবার এটিএম নিয়ে এমন এক খবর সামনে এসেছে যা শুনে অনেকেরই চোখ কপালে উঠে যেতে পারে। পুণের একটি এটিএম থেকে টাকা লুট করার উদ্দেশে মেশিন ভাঙার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। সেই সময় এটিএম মেশিনে আগুন লেগে যায় বলেই জানিয়েছে পুলিশ। ১২ জুনের এই ঘটনায় এটিএম মেশিনে আগুন লেগে প্রায় ৪ লক্ষ টাকা আগুনে পুড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, পুণের চিখালি রোডে এটিএমটি ওই এটিএমটি এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank)। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে, ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভোর ৩টের সময় ব্যাঙ্কের কর্মীর বেশে এটিএমের মধ্যে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। সেখানে প্রবেশ করে এটিএমের ভিতরে থাকা সিসিটিভির ক্যামেরার ওপর কালো রঙ স্প্রে করে দিয়েছিল তারা। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা বের করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। সেই সময়ই দুর্ঘটনাবশত এটিএম মেশিনে আগুন লেগে যায়। পুলিশ জানিয়েছে, আগুন লেগে যাওয়ার ফলে, নগদ ৩ লক্ষ ৯৮ হাজার টাকা পুড়ে গিয়েছে। এটিএমের ভিতরে থাকা সিসিটিভি এবং অন্যান্য আসবাবপত্র আগুন লেগে যাওয়ার ফলে পুড়িয়ে গিয়েছে। ব্যাঙ্ক আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ড বিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি, এরই কায়দায় অন্য একটি এটিএম থেকে টাকা লুট করেছিল দুষ্কৃতীরা। ওড়িশার ময়ুরভঞ্জের ওই এটিএম থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা।