Leopard: ঘরের ভিতর দাঁড়িয়ে পূর্ণবয়স্ক চিতা, আক্রান্ত ৩

একটি বাড়ির প্রথম তলের ঘরের ভিতর ঢুকে পড়ে একটি লেপার্ড। তারপর ওই ঘরে থাকা ৩ জনের উপর হামলাও চালায় চিতাটি।

Leopard: ঘরের ভিতর দাঁড়িয়ে পূর্ণবয়স্ক চিতা, আক্রান্ত ৩
চিতা (ফাইল চিত্র)।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2022 | 9:00 AM

মুম্বই: মাঝরাতে ঘরের ভিতর দাঁড়িয়ে চিতা। না,এটা কোনও গল্প বা স্বপ্ন নয়, বাস্তব। বিদেশের জঙ্গল সংলগ্ন অঞ্চলের ঘটনাও এটা নয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মাঝরাতে জানলা দিয়েই প্রথম তলে ঘরের ভিতর ঢুকে পড়ে চিতাটি। শুধু তাই নয়, ৩ জনের উপর হামলাও চালিয়েছে চিতাটি।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকের জনবসতিপূর্ণ কল্যাণ এলাকায় একটি বাড়ির প্রথম তলের ঘরের ভিতর ঢুকে পড়ে একটি লেপার্ড। তারপর ওই ঘরে থাকা ৩ জনের উপর হামলাও চালায় চিতাটি। রাত দুপুরে চিতাটিকে ঘর থেকে বের করতে রীতিমতো ঘাম ছোটে ওই বাড়ির আবাসিক সহ স্থানীয় বাসিন্দাদের।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমি চিতাটিকে বাড়ির প্রথম তলে দেখেছিলাম। মানুষ সাহায্যের জন্য আর্ত চিৎকার করছিল। এক ব্যক্তি ভয় উপক্ষা করেই ওই বাড়ির ভিতর ঢোকেন এবং চিতাটির উপর পালটা অতর্কিতে হামলা চালায়। তারপর আমাদের মধ্যে কয়েকজন হাতে লাঠি নিয়ে তাড়া করে চিতাটিকে বাড়ি থেকে বের করতে সমর্থ হয়।” তবে ততক্ষণে চিতাটি ওই বাড়ির ৩ সদস্যের উপর হামলা চালিয়েছে। তাঁরা গুরুতর জখম হয়েছেন।

চিতার হামলায় আহত এক ব্যক্তি তাঁর ব্যান্ডেজ বাঁধা হাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ওই ব্যক্তির মাথায় এবং হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। মধ্যরাতের পর লেপার্ডটি খাঁচাবন্দি করা হয় বলে স্থানীয় বনাধিকারিক জানিয়েছেন। চিতাটি ঘরের ভিতর ঢুকে পড়ার পর ওই বাড়ির বাসিন্দাদের আর্ত চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং বন দফতরে খবর দেন। যদিও বনকর্মীরা আসার আগেই স্থানীয় বাসিন্দারাই চেষ্টায় চিতাটিকে ওই বাড়ি থেকে বের করা হয়। তারপর মধ্যরাতেই বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান এবং চিতাটিকে খাঁচাবন্দি করেন। ঘুমপাড়ানি গুলি দিয়েই চিতাটি খাঁচাবন্দি করা হয়েছে বলে বন দফতরের আধিকারিক জানিয়েছেন। কী ভাবে জনবসতিপূর্ণ এলাকায় চিতাটি চলে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে জোর আতঙ্ক ছড়িয়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের জনবসতিপূর্ণ এলাকায় চিতা ঢুকে পড়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। মাস চারেক আগে একেবারে বাণিজ্যনগরীর আরে কলোনি একটি বাড়ির উঠোনে লেপার্ড ঘুরে বেড়ানোর ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল।