Rahul Gandhi: হুমকি দিয়েছিলেন রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার, ২০০ সিসিটিভি দেখে গ্রেফতার অভিযুক্ত
Bomb Threat: পুলিশের তরফে জানানো হয়েছে, উড়ো চিঠি পাওয়ার পরই ওই দোকানের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রায় ২০০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়।
ইন্দোর: শহরে পা রাখলেই খুন করা হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এমনই খুনের হুমকি দিয়েছিলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মিষ্টির দোকানের বাইরে থেকে উড়ো চিঠি উদ্ধারের পরই মামলা দায়ের করেছিল পুলিশ। শুরু হয়েছিল তদন্ত। মধ্য প্রদেশে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করতেই, পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে মধ্য প্রদেশের নাগদা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইন্দোর ক্রাইম ব্রাঞ্চকেও এই বিষয়ে জানানো হয়েছে।
উজ্জয়ন জেলার নাগদার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সত্য়েন্দ্র কুমার শুক্লা জানান, ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের তরফে একটি ছবি পাঠানো হয়েছিল। জানানো হয়েছিল, সন্দেহভাজন ওই ব্যক্তিই হয়তো রাহুল গান্ধীকে খুনের হুমকি দিয়েছিলেন। সেই সূত্র ধরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার নাগদা বাইপাসের কাছে ওই সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায়। পুলিশ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। ওই আধার কার্ড অনুযায়ী, অভিযুক্তের নাম নরেন্দ্র সিং। তাঁর বাড়ি উত্তর প্রদেশের রায়বরেলিতে। অভিযুক্ত ব্যক্তিকে ইন্দোর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তও ইন্দোর পুলিশে করবে বলেই জানানো হয়েছে। ধৃত ব্যক্তি এর আগেও উড়ো চিঠির মাধ্যমে একাধিক ব্য়ক্তিকে খুনের হুমকি দিয়েছিলেন বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রাহুল গান্ধীকে খুন করার হুমকি দিয়েছিলেন। ইন্দোরের জুনি থানা এলাকার একটি মিষ্টির দোকানের সামনে থেকে হুমকি চিঠিটি উদ্ধার করা হয়েছিল। ওই চিঠিতে অভিযুক্ত ব্যক্তি লিখেছিলেন, ভারত জোড়ো যাত্রা ইন্দোরে পৌঁছলেই বোমা মেরে উড়িয়ে দেবেন রাহুল গান্ধীকে। এই হুমকি চিঠি পাওয়ার পরই রাহুল গান্ধীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, উড়ো চিঠি পাওয়ার পরই ওই দোকানের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। প্রায় ২০০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর মধ্য প্রদেশের সমস্ত থানায় এই ব্যক্তির ছবি পাঠানো হয়।