Liquor Rule: সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর, এপ্রিল থেকেই দাম বাড়ছে মদের
Uttar Pradesh: রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, মদের ওয়ারহাউসগুলির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি-ও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শুধুমাত্র মদের দোকান নয়, হোটেল-রেস্তোরাঁ ও ক্লাব বারগুলিতেও মদের দাম বাড়বে লাইসেন্স ফি বাড়ার জন্য।
লখনউ: দামী হচ্ছে মদ (Liquor)। এবার থেকে বিদেশি মদ খেতে গেলে খসবে অনেকটা বেশি গ্যাঁটের কড়ি। সরকারের তহবিল বাড়াতে নতুন আবগারি নীতি (Excise Policy) আনা হচ্ছে, যে কারণে দাম বাড়বে মদের। জানা গিয়েছে, চলতি বছরের ১ এপ্রিল থেকে উত্তর প্রদেশে দামি হতে চলেছে মদ। ইতিমধ্যেই উত্তর প্রদেশ (Uttar Pradesh) ক্যাবিনেটের তরফে ২০২৩-২৪ সালের জন্য নতুন আবগারি নীতি পাশ করানো হয়েছে। যোগী সরকারের লক্ষ্য, মদের ব্যবসা থেকে আসন্ন অর্থবর্ষে ৪৫ হাজার কোটি টাকা উপার্জন করা হবে। সেই কারণেই দাম বাড়তে পারে মদের।
উত্তর প্রদেশ সরকারের সূত্রে জানা গিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য ক্যাবিনেট বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০২৩-২৪ সালে রাজ্যে মদ বিক্রি থেকে ৪৫ হাজার কোটি টাকা আয় করা হবে। এর জন্য নতুন আবগারী নীতি আনা হয়েছে। নতুন নীতিতে বলা হয়েছে, বিদেশি মদ, বিয়ার, ভাং-র উপরে লাইসেন্স ফি বাড়ানো হবে। মডেল শপ, অর্থাৎ মদের দোকানগুলির উপরেও ১০ শতাংশ লাইসেন্স ফি বাড়ানো হবে। বিদেশি মদ, বিয়ার ও ওয়াইনের উপরেও লাইসেন্স ফি ও সিকিউরিটি ফি-ও বাড়ানো হয়েছে।
রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, মদের ওয়ারহাউসগুলির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি-ও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শুধুমাত্র মদের দোকান নয়, হোটেল-রেস্তোরাঁ ও ক্লাব বারগুলিতেও মদের দাম বাড়বে লাইসেন্স ফি বাড়ার জন্য। রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, লখনউ মিউনিসিপালিটি কর্পোরেশনের আশেপাশে ৫ কিলোমিটারের মধ্যে হোটেল, রেস্তোরাঁ, ক্লাব বার থাকলে, সেখানে মদ বিক্রির ক্ষেত্রে লাইসেন্স ফি বাড়ানো হয়েছে।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বড় বড় সরকারি প্রকল্পগুলিতে পর্যাপ্ত অর্থ জোগানের জন্য সর্বাধিক রাজস্ব উপার্জনের লক্ষ্যে এবং মদের ব্যবসায় স্থিতিশীলতা প্রদানের জন্য এই নতুন আবগারি নীতি জারি করা হয়েছে।