INDIA Alliance Committees: সমন্বয় থেকে প্রচার, ইন্ডিয়া জোটের একাধিক কমিটিতে অভিষেক ছাড়া কারও নাম দিল না তৃণমূল

INDIA Alliance: আরব সাগরের তীরে দুইদিনের বৈঠকে বসেছিল বিরোধী জোট। মোট ২৮টি দল যোগ দিয়েছিল এই বৈঠকে। সেই বৈঠকেই তৈরি করা হল জোটের একাধিক কমিটি।

INDIA Alliance Committees: সমন্বয় থেকে প্রচার, ইন্ডিয়া জোটের একাধিক কমিটিতে অভিষেক ছাড়া কারও নাম দিল না তৃণমূল
ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠক।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 6:36 PM

মুম্বই: প্রথম বৈঠকে বাঁধা হয়েছিল জোটের সূত্র। দ্বিতীয় বৈঠকে ঠিক হয়েছিল নাম। তৃতীয় বৈঠকে একাধিক কমিটি পেল ইন্ডিয়া জোট (INDIA Alliance)। আরব সাগরের তীরে দুইদিনের বৈঠকে বসেছিল বিরোধী জোট। মোট ২৮টি দল যোগ দিয়েছিল এই বৈঠকে। সেই বৈঠকেই তৈরি করা হল জোটের একাধিক কমিটি। সুষ্ঠভাবে কাজ করতেই এই কমিটিগুলি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে ইন্ডিয়ার তরফে। তৈরি হয়েছে কোঅর্ডিনেশন কমিটি থেকে শুরু করে ক্যাম্পেন, সোশ্যাল মিডিয়া কমিটি। এক নজরে দেখে নেওয়া যাক ইন্ডিয়া জোটের কোন কমিটিতে সদস্য হলেন কারা-

কোঅর্ডিনেশন কমিটি অ্যান্ড ইলেকশন স্ট্রাটেজি কমিটি:

১. কেসি বেণুগোপাল (কংগ্রেস)

২. শরদ পওয়ার (এনসিপি)

৩. টিআর বালু (ডিএমকে)

৪. হেমন্ত সোরেন (জেএমএম)

৫. সঞ্জয় রাউত (শিবসেনা ইউবিটি)

৬. তেজস্বী যাদব (আরজেডি)

৭. অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)

৮. রাঘব চাড্ডা (আম আদমি পার্টি)

৯. জাভে আলি খান (সমাজবাদী পার্টি)

১০. ললন সিং (জেডিইউ)

১১. ডি রাজা (সিপিআই)

১২. ওমর আবদুল্লা (এনসি)

১৩. মেহবুবা মুফতি (পিডিপি)

১৪. সিপিআই-এম (নাম পরে ঘোষণা হবে)

ক্য়াম্পেন কমিটি:

১. গুরদীপ সিং সপ্পল (কংগ্রস)

২. সঞ্জয় ঝা (জেডিইউ)

৩. অনিল দেশাই (শিবসেনা ইউবিটি)

৪. সঞ্জয় যাদব (আরজেডি)

৫. পিসি চাকো (এনসিপি)

৬. চম্পাই সোরেন (জেএমএম)

৭. কিরণময় নন্দা (সমাজবাদী পার্টি)

৮. সঞ্জয় সিং (আম আদমি পার্টি)

৯. অরুণ কুমার (সিপিআইএম)

১০. বিনয় বিশ্বম (সিপিআই)

১১.  বিচারপতি (অবসরপ্রাপ্ত) হাসনিন মাসুদি (এনসি)

১২. শাহিদ সিদ্দিকি (আরএলডি)

১৩. এনকে প্রেমচন্দ্রন (আরএসপি)

১৪. জি দেবরাজন (এআইএফবি)

১৫. রবি রাই (সিপিআইএমএল)

১৬. থিরুমাভালন (ভিসিকে)

১৭. কেএম কাদার মৌদিন (আইইউএমএল)

১৮. জোসে কে মানি (কেসিএম)

১৯. তৃণমূল কংগ্রেস (নাম পরে ঘোষণা করা হবে)

ওয়ার্কিং গ্রুপ ফর সোশ্যাল মিডিয়া:

১. সুপ্রিয়া শ্রীনাথ (কংগ্রেস)

২. সুমিত শর্মা (আরজেডি)

৩. আশীষ যাদব (সমাজবাদী পার্টি)

৪. রাজীব নিগম (সমাজবাদী পার্টি)

৫. রাঘব চাড্ডা (আম আদমি পার্টি)

৬. অভিন্দানী (জেএমএম)

৭. ইলতিজা মেহবুবা (পিডিপি)

৮. প্রাঞ্জল (সিপিএম)

৯. ডঃ ভালচন্দ্রন কানগো (সিপিআই)

১০. ইফরা জা (এনসি)

১১. অরুণ কুমার (সিপিআইএমএল)

১২. তৃণমূল কংগ্রেস (পরে নাম ঘোষণা করা হবে)