Bengal BJP Candidate List: আপত্তিকর ভিডিয়ো থেকে নারী নির্যাতন! অভিযোগের পাহাড়ের মধ্যেই সরে দাঁড়ালেন BJP প্রার্থী পবন
Lok Sabha Election 2024 BJP Candidate List: শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনেও এই তারকার বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ভোজপুরি সুপারস্টারের। তাঁর দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং এই তারকার বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন।
দিল্লি: আসানসোল থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী তথা ভোজপুরী সুপারস্টার পবন সিং। নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, তিনি আসানসোল থেকে লড়ছেন না। শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তার মধ্যে অন্যতম ছিলেন এই বিজেপি প্রার্থী পবন সিং। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। পবনের সরে দাঁড়ানোয় শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করছে, যেখানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সিলমোহরে প্রার্থী হলেন, রাতারাতি কী এমন হল পবন সিং-কে সরে দাঁড়াতে হল?
भारतीय जनता पार्टी के शीर्ष नेतृत्व को दिल से आभार प्रकट करता हु। पार्टी ने मुझ पर विश्वास करके आसनसोल का उम्मीदवार घोषित किया लेकिन किसी कारण वश में आसनसोल से चुनाव नहीं लड़ पाऊंगा…@JPNadda
— Pawan Singh (@PawanSingh909) March 3, 2024
সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ পবনকে জানানো হয় যাতে তিনি নিজেই ঘোষণা করেন আসন্ন লোকসভা নির্বাচনে না লড়েন। জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে মহিলাদের অবমাননার অভিযোগ রয়েছে। সোশ্যাল হ্যান্ডেলে যে সকল মিউজিক ভিডিয়ো পোস্ট করেন সেগুলি অত্যন্ত আপত্তিকর বলে অভিযোগ ওঠে। বিভিন্ন সময়ে এইসব ভিডিয়ো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পবনের নাম ঘোষণা হওয়ার পর আসানসোল বিজেপি-র মধ্য়ে বিভাজন তৈরি হয়েছিল বলে গুঞ্জন। ‘বহিরাগত’-এর তত্ত্ব তুলে স্থানীয় বিজেপি নেতৃত্বের আপত্তি, পবন বিহার থেকে বাংলায় এসে লড়ছেন।
শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনেও এই তারকার বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ভোজপুরি সুপারস্টারের। তাঁর দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং এই তারকার বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন। এর পাশাপাশি পবনের প্রথম স্ত্রীয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বিভিন্ন রকম চর্চা রয়েছে। এক সময় তিনি আত্মহত্যাও করেন। একদিকে যখন নারী নির্যাতনের অভিযোগ তুলে সন্দশখালির ঘটনায় বিজেপি পথে নেমেছে। সেই সময় খোদ পবনের বিরুদ্ধে এই অভিযোগ কার্যত অস্বস্তিতে ফেলে আসানসোলের গেরুয়া শিবিরকে। মনে করা হচ্ছে, এই সব অভিযোগ আসার পরই কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে পবন সিং-কে সরে দাঁড়ানোর কথা বলা হয়।