Maha Kumbh Stampede Live: মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জন পুণ্যার্থীর: উত্তরপ্রদেশ পুলিশ

| Updated on: Jan 30, 2025 | 7:30 AM

Maha Kumbh Stampede Live Updates: প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Maha Kumbh Stampede Live: মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জন পুণ্যার্থীর: উত্তরপ্রদেশ পুলিশ
কুম্ভের পরিস্থিতি।Image Credit source: PTI

মহাকুম্ভে মহা-বিপত্তি। মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jan 2025 06:48 PM (IST)

    মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩০ জনের

    • মধ্যরাতে ব্যারিকেড টপকে মহাসঙ্গমে পৌঁছতে গিয়ে তৈরি হয় উত্তেজনা পরিস্থিতি।
    • প্রশাসনিক বাধা ভেঙে সঙ্গমের দিকে পুণ্যস্নানে ছুটে চলে লক্ষ লক্ষ পুণ্যার্থী, হুড়োহুড়ি পদপিষ্ট হয় বেশ কয়েকজন।
    • সকাল থেকেই ১০ জন পুণ্যার্থীর মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ প্রশাসন।
    • সন্ধ্যা গড়াতেই প্রকাশ্যে আসল তথ্য। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জন পুণ্যার্থীর।
    • আহত হয়েছেন ৯০ জন।
  • 29 Jan 2025 03:57 PM (IST)

    বিপর্যয়কে সঙ্গী করেই মহাকুম্ভে শুরু হয়ে গেল পুণ্যস্নান

    • কাটেনি বিপর্যয়ের রেশ। কিন্তু আপাতত সব ভুলে একটা নতুন শুরু।
    • মহাকুম্ভ মেলায় আবার শুরু হয়ে গেল পুণ্যস্নান।
    • প্রশাসনের পরিকল্পনা মতোই আকাশ দিয়ে চলছে ‘পুষ্পবৃষ্টি’।
  • 29 Jan 2025 02:47 PM (IST)

    আধিকারিকদের সঙ্গে বৈঠকে রেলমন্ত্রী

    • রেলমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী।
    • বাড়ল তৎপরতা। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
    • প্রয়াগরাজের রেল ভবনে মহাকুম্ভ রেল ওয়ার রুমেই চলছে এই বৈঠক।
    • মহাকুম্ভে পদদলিত হওয়ার পর প্রয়াগরাজ থেকে ভক্তদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেই ডাক বৈঠকের।
  • 29 Jan 2025 02:03 PM (IST)

    ট্রেনের আপডেট জানলেন প্রধানমন্ত্রী

    • দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
    • মহা কুম্ভে পদদলিত হওয়ার পর প্রয়াগরাজ থেকে ভক্তদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেলওয়ের প্রস্তুতি সম্পর্কে তথ্য নেন।
    • রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রয়াগরাজে রেলওয়ের ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেছেন। রেলমন্ত্রী  প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে আজ প্রয়াগরাজ থেকে ৩৬০ টিরও বেশি ট্রেন চালানো হচ্ছে।
    • তিনি আরও জানিয়েছেন, প্রয়াগরাজের অনেক রেলস্টেশনে প্রতি ৪ মিনিটে একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে প্রয়াগরাজের সমস্ত রেলস্টেশনে RPF এবং GRP কর্মী মোতায়েন করা হয়েছে। কালার কোড অনুযায়ী স্টেশনে যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে।
  • 29 Jan 2025 01:54 PM (IST)

    রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা যোগী আদিত্যনাথের

    • উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফোনে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে।
    • মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীকে প্রয়াগরাজ থেকে যথা সম্ভব বেশি ট্রেন চালানোর অনুরোধ করেছেন।
    • তিনি বলেন, আরও বেশি করে ট্রেন চালানো উচিত যাতে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে আসা লোকজনকে দ্রুত এবং সহজে নিয়ে যাওয়া যায়।
  • 29 Jan 2025 01:53 PM (IST)

    অমৃত স্নান শুরু

    মহাকুম্ভে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই সাধু-সন্তরা অমৃত স্নান শুরু করলেন।

  • 29 Jan 2025 12:39 PM (IST)

    শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

    • মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।
    • মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
  • 29 Jan 2025 11:20 AM (IST)

    পরিস্থিতি নিয়ন্ত্রণে: যোগী আদিত্যনাথ

    • মহাকুম্ভে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো হল র‌্যাফ। কাজ করছে এনএসজি-ও।
    • হেলিকপ্টারেও নজরদারি চালানো হচ্ছে।
    • বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • 29 Jan 2025 10:10 AM (IST)

    ট্রেন বাতিল

    • পন্ডিত দীনদয়াল স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার কুম্ভ স্পেশাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।
    • মহাকুম্ভে পদদলিত হওয়া এড়াতে রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
    • প্রয়াগরাজে প্রচুর ভিড়ের কারণে, কুম্ভ স্পেশাল ট্রেন যা দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন আপ এবং ডাউন চলত তা বাতিল করা হয়েছে।
    • উত্তর রেলের তরফে জানানো হয়েছে, কুম্ভ বিশেষ ট্রেন বাতিল করা হয়নি। প্রয়াগরাজ হয়ে নিয়মিত ট্রেন চলাচল বাতিল নেই।
  • 29 Jan 2025 10:09 AM (IST)

    প্রয়াগরাজ যাচ্ছেন ডিজিপি

    • উত্তর প্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার কিছুক্ষণের মধ্যে লখনউ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবেন
    • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৈঠক করছেন পরিস্থিতি পর্যালোচনার জন্য। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
  • 29 Jan 2025 10:07 AM (IST)

    সাড়ে ৩ কোটি পুণ্যার্থীর স্নান

    • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গতকাল ৫ কোটি পুণ্যার্থী স্নান করেছেন মহাকুম্ভে।
    • আজ ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ৩ কোটি পুণ্যার্থী স্নান করেছেন।
    • নিকটবর্তী ঘাটে স্নান করার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
    • সঙ্গম ঘাট এড়িয়ে চলার অনুরোধ।
  • 29 Jan 2025 10:05 AM (IST)

    ১১টায় স্নানে সম্মতি আখড়াগুলির

    • কুম্ভে পদপিষ্ট হওয়ার পরই পুণ্যস্নান আজকের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল আখড়াগুলি।
    • বৈঠকের পর তারা সকাল ১১টার পর থেকে অমৃত স্নানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
    • আগে পুণ্যার্থীদেরই স্নান করার সুযোগ।
    • পুণ্যার্থীদের স্নান হওয়ার পরই সাধু-সন্তরা পূুণ্যস্নান করবেন।
  • 29 Jan 2025 10:02 AM (IST)

    ২০ জনের মৃত্যুর আশঙ্কা

    • মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ থেকে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
    • উদ্ধারকাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
    • আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী।
  • 29 Jan 2025 09:21 AM (IST)

    মুখ্যমন্ত্রীকে ৩ বার ফোন প্রধানমন্ত্রীর

    • কুম্ভের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • এই নিয়ে তিনবার তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করলেন।
    • প্রতি মুহূর্তে উদ্ধারকাজের আপডেট জানছেন তিনি।
  • 29 Jan 2025 08:38 AM (IST)

    পুণ্যস্নান ভক্তদের

  • 29 Jan 2025 08:37 AM (IST)

    গুজবে কান না দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর

    • সঙ্গম ঘাটের দিকে না যাওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
    • কাছাকাছি ঘাটে স্নান করার অনুরোধ করলেন তিনি। প্রশাসনের নির্দেশ অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
    • কোনও রকমের গুজবে কান না দেওয়ার অনুরোধ।

  • 29 Jan 2025 08:31 AM (IST)

    পুণ্যস্নান করলেন হেমা মালিনী

    মহাকুম্ভের এই পরিস্থিতির মাঝেও পুণ্যস্নান করলেন হেমা মালিনী। বললেন, এটা তাঁর সৌভাগ্য যে পবিত্র দিনে স্নান করতে পারলেন।

  • 29 Jan 2025 08:29 AM (IST)

    মহাকুম্ভে রামদেব

  • 29 Jan 2025 08:28 AM (IST)

    সঙ্গম ঘাট এড়িয়ে চলার অনুরোধ

    • অতিরিক্ত ভিড়ের চাপেই মহাকুম্ভে পদপিষ্ট পরিস্থিতি।
    • পুণ্যার্থীরা যারা স্নান করতে এসেছেন মৌনি অমাবস্যায়, তাদের সঙ্গম ঘাট এড়িয়ে চলার অনুরোধ।
    • অন্য ঘাটগুলিতে পুণ্যস্নান করার আবেদন জানানো হয়েছে।

  • 29 Jan 2025 08:26 AM (IST)

    উদ্ধারকাজে আসা অ্যাম্বুল্যান্সে আগুন

    • পদপিষ্টের ঘটনার উদ্ধারকাজের মধ্যেই আগুন ধরে গেল একটি অ্যাম্বুল্যান্সে।
    • আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল বাহিনী।
    • হতাহতের খবর নেই।
  • 29 Jan 2025 08:22 AM (IST)

    স্থগিত অমৃতস্নান

    • পদপিষ্ট হওয়ার ঘটনার পর মৌনী অমাবস্যার পুণ্যস্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আখাড়ার মহামন্ডলেশ্বররা।
    • জুনা আখাড়ার মুখপাত্র জানিয়েছেন, আপাতত আখাড়াগুলি তাদের স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
    • স্থগিত করা হল মৌনি অমাবস্যার অমৃতস্নানের শোভাযাত্রাও।
  • 29 Jan 2025 08:21 AM (IST)

    যোগী আদিত্যনাথকে ফোন প্রধানমন্ত্রীর

    • কুম্ভে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির খবর পেয়েই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পরিস্থিতির খোঁজ নেন তিনি।
    • দ্রুত উদ্ধারকাজের নির্দেশ এবং সমস্ত রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।
    • মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
    • কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। সবরকমের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
  • 29 Jan 2025 08:21 AM (IST)

    চলছে উদ্ধারকাজ

    মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

  • 29 Jan 2025 08:19 AM (IST)

    কুম্ভে পদপিষ্ট ৩০, অতি সঙ্কটজনক ১৭

    • মৌনি অমবস্যায় পূণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি মহাকুম্ভে।
    • বহু মানুষ আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।
    • অনেকেরই, বিশেষ করে মহিলাদের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
    • সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    • সরকারি সূত্রে খবর, কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। অতি সঙ্কটজনক ১৭ জন।

Published On - Jan 29,2025 8:18 AM

Follow Us:
'৭ হাজার ৮২৭ কোটি' টাকা ধার, বাংলাদেশের 'দীপ জ্বালবে' আদানি?
'৭ হাজার ৮২৭ কোটি' টাকা ধার, বাংলাদেশের 'দীপ জ্বালবে' আদানি?
কম খরচে চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচনে আদানি হেলথ
কম খরচে চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচনে আদানি হেলথ
বাংলার বাজেটের অঙ্ক পিছনে ফেলেছে পৃথিবীর ১০০ দেশকে!
বাংলার বাজেটের অঙ্ক পিছনে ফেলেছে পৃথিবীর ১০০ দেশকে!
পতনের মধ্যেও ভাল খবর দিল কোটাক ব্যাঙ্ক, টানা উঠছে মাহিন্দ্রার এই শেয়ার
পতনের মধ্যেও ভাল খবর দিল কোটাক ব্যাঙ্ক, টানা উঠছে মাহিন্দ্রার এই শেয়ার
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!
পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক ব্যাঙ্ক!