মুম্বই: অমানবিক বললেও হয়তো কম বলা হয়। সন্দেহ ছিল, গ্রাম থেকে ছাগল ও পায়রা চুরি করছে চারজন। তাঁদের উপযুক্ত শাস্তি দিতেই গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হল! অত্যাচারের শেষ এখানেই নয়, এরপরে তাদের গায়ে প্রস্রাব করা হয়। জুতোয় থুতু ফেলে, তাও চাটতে বলা হয়। ভয়ঙ্কর এই অত্যাচারের ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদনগরে। চারজন দলিত যুবককে চোর সন্দেহে অমানবিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। বিক্ষোভ, অবরোধও হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি রবিবার সামনে এলেও, আসল ঘটনাটি ঘটে গত ২৫ অগস্ট। অভিযোগ, আহমেদনগর জেলার হারেগাঁওতে বসবাস করেন ওই চার দলিত যুবক। সম্প্রতিই গ্রামে বেশ কিছু বাড়ি থেকে পায়রা ও ছাগল চুরি হওয়ার পরই তাদের দিকে সন্দেহের আঙুল তোলা হয়। এরপরে গত ২৫ অগস্ট ছয়জন অভিযুক্ত হঠাৎ চড়াও হয়। ওই চার দলিত যুবককে তাদের বাড়ি থেকে তুলে আনা হয়। তাদের মুখ থেকে সত্যি কথা বের করাতে নগ্ন করে গাছের সঙ্গে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে শুরু হয় অত্যাচার। মারধরের পাশাপাশি তাঁদের গায়ে প্রস্রাব করে অভিযুক্তরা। মাটিতে নামানোর পর অভিযুক্তরা নিজেদের জুতোয় থুতু ফেলে, তাও চাটতে বাধ্য করায় ওই চার দলিত যুবককে, এমনটাই অভিযোগ।
নির্যাতনের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভইরাল হতেই পুলিশ পদক্ষেপ করে। নির্যাতিত এক যুবক পুলিশে অভিযোগ করে। এরপরই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকি পাঁচজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনার দ্রুত ন্যায় বিচার চেয়ে গ্রামে বিক্ষোভ দেখানো হয় এবং পথ অবরোধ-ধর্মঘটও করা হয়।