Maharashtra: গাড়ির বনেট আঁকড়ে পুলিশকর্মী, ১০ কিলোমিটার নিয়ে গেল মাদকাসক্ত চালক

মাদকাসক্ত হয়েই আদিত্য এরকম ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে এই ঘটনায় আদিত্য বেমবাদের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করেছে মহারাষ্ট্র পুলিশ।

Maharashtra: গাড়ির বনেট আঁকড়ে পুলিশকর্মী, ১০ কিলোমিটার নিয়ে গেল মাদকাসক্ত চালক
গাড়ির বনেট ধরে ঝুলছেন পুলিশকর্মী।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 6:55 PM

মুম্বই: রাস্তায় ট্র্যাফিক ডিউটিতে রত পুলিশকর্মীকে গাড়ির বনেটের উপর তুলে প্রায় ১০ কিলোমিটার টেনে নিয়ে গেল চালক। রবিবার দুপুরে এমনই ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্রের (Maharashtra) ওয়াশি শহর। গোটা ঘটনাটি CCTV ফুটেজে ধরা পড়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই গাড়ি চালকের নাম আদিত্য বেমবাদে। মহারাষ্ট্রের ওয়াশি শহরে ট্র্যাফিকে কর্তব্যরত পুলিশকর্মী, কনস্টেবল সিদ্ধেশ্বর মালিকে গাড়ির বনেটে তুলে আদিত্য বেমবাদে প্রায় ১০ কিলোমিটার টেনে নিয়ে গিয়েছে। বর্তমানে আদিত্যকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সময় আদিত্য নেশাগ্রস্ত ছিল বলেও পুলিশ সূত্রে খবর। আদিত্যর বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে পুলিশকর্মীকে হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২ টো নাগাদ ওয়াশি শহরে ট্র্যাফিকের ডিউটি দিচ্ছিলেন কনস্টেবল সিদ্ধেশ্বর মালি। সেই সময় তিনি সন্দেহবশত আদিত্য বেমবাদের গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু, গাড়ি থামাননি আদিত্য। এরপর কনস্টেবল সিদ্ধেশ্বর মালি মোটরবাইক নিয়ে আদিত্যর গাড়ির পিছু ধাওয়া করেন এবং গাড়িটি থামানোর চেষ্টা করেন। তখন আদিত্য গাড়ির গতি কিছুটা কম করে এবং তারপর কনস্টেবল সিদ্ধেশ্বর মালিকে গাড়ির বনেটে তুলে প্রায় ১০ কিলোমিটার টেনে নিয়ে যায়।

পুলিশকর্মীকে গাড়ির বনেটে তুলে টেনে নিয়ে যাওয়ার ঘটনা এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। প্রায় ১০ কিলোমিটার ওইভাবে টেনে নিয়ে যাওয়ার পর অবশেষে উরান নাকার কাছে একটি পুলিশের গাড়ি আদিত্যর গাড়িটি থামাতে সমর্থ হয়। এরপরই ওই কনস্টেবলকে উদ্ধার করে আদিত্যকে গ্রেফতার করে পুলিশ। মাদকাসক্ত হয়েই আদিত্য এরকম ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে এই ঘটনায় আদিত্য বেমবাদের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করেছে মহারাষ্ট্র পুলিশ।