Murder Case: মেঝেতে মায়ের দেহ, বিছানায় নিথরভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ৩ শিশু! সিলিংয়ের দিকে তাকিয়ে রাতের ঘুম উড়ল প্রতিবেশীদের

MP Crime: নিহত ব্যক্তির নাম মনোজ (৩৫)। রবিবার তিনি তাঁর স্ত্রী ও তিন কন্যা সন্তানকে গলা টিপে খুন করেন। এরপরে ওই ব্যক্তি নিজেও গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেন।

Murder Case: মেঝেতে মায়ের দেহ, বিছানায় নিথরভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ৩ শিশু! সিলিংয়ের দিকে তাকিয়ে রাতের ঘুম উড়ল প্রতিবেশীদের
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 9:42 AM

ভোপাল: দীর্ঘক্ষণ থেকেই ডাকাডাকি করছিলেন প্রতিবেশীরা। কিন্তু ঘরের ভিতর থেকে মিলছিল না কোনও সাড়াশব্দ। অজানা বিপদের আশঙ্কা করে বাধ্য় হয়েই ভাঙা হয়েছিল ঘরের দরজা। ভিতরে যা দেখতে পেলেন সকলে, তাতে রাতের ঘুম উড়ল প্রতিবেশীদের। দেখতে পেলেন, ভাঙা দরজার ওপারে পড়ে রয়েছে পরপর পাঁচটি দেহ। তিন শিশু ও তাদের মা-বাবা, একই বাড়ি থেকে একসঙ্গে পাঁচজনের দেহ উদ্ধার করা হল। ঘটনাটি ঘটেছো মধ্য প্রদেশের বুরহানপুর জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী ও তিন সন্তানকে খুন করে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। মৃত তিনটি শিশুরই বয়স ১০ বছরের নীচে বলেই জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার মধ্য প্রদেশের বুরহানপুরের দাবলি খুরদ গ্রামে ঘটনাটি ঘটেছে।একটি বাড়ি থেকে তিন শিশু সহ মোট পাঁচজনের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, ওই ব্যক্তি নিজেই খুন করেছেন তাঁর স্ত্রী ও তিন সন্তানকে। বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।

জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম মনোজ (৩৫)। রবিবার তিনি তাঁর স্ত্রী ও তিন কন্যা সন্তানকে গলা টিপে খুন করেন। এরপরে ওই ব্যক্তি নিজেও গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেন। মৃত তিন শিশুরই বয়স ৩ থেকে ১০ বছরের মধ্যে। মনে করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পরপর তিনটি মেয়ে হওয়ার কারণেই তিনি স্ত্রী ও তিন সন্তানকে খুন করেন।

প্রতিবেশীরাও জানিয়েছেন, পরপর তিন সন্তানই মেয়ে হওয়ায় পরিবারের মধ্যে প্রায়দিনই অশান্তি লেগে থাকত। স্ত্রীকে প্রায় সময়ই ওই ব্য়ক্তি মারধর করতেন বলেও জানা গিয়েছে। শনিবার রাত থেকে বাড়ি থেকে কাউকে বের হতে না দেখেই সন্দেহ জাগে। এরপরই তাঁরা দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেন, কোনও সাড়াশব্দ না মেলায় দরজা ভেঙে ঢুকে দেখতে পান বিছানায় ওই মহিলা ও তিন সন্তানের দেহ পড়ে রয়েছে। সিলিং থেকে ওই ব্যক্তির দেহ ঝুলছে। এরপরই তারা পুলিশে খবর দেন।