Bhopal Crime News: মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন ফারহানের, কারণ শুনলে অবাক হবেন

Bhopal Crime News: মাকে ডাইনি সন্দেহে খুন করল ছেলে। ক্রিকেট ব্যাট ও লোহার রড দিয়ে মাকে পিটিয়ে খুন করা হল।

Bhopal Crime News: মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন ফারহানের, কারণ শুনলে অবাক হবেন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 4:50 PM

ভোপাল: মা ডাইনি! এমনটাই সন্দেহ ছেলের। এছাড়াও ছেলের অভিযোগ, তার বিয়ে দিতে চান না মা। তাই বারবার তার বিয়েতে বাধাও দেন। সেই থেকেই ক্ষোভ মায়েরব উপর। আর বাড়িতে একা পেয়ে সেই রাগের বশেই ছেলে খুন করল মাকে। পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের ৬৭ বছরের বৃদ্ধ মাকে খুনের কথা স্বীকারও করেছে ৩২ বছর বয়সী আব্দুল আহমেদ ফারহান। মধ্য প্রদেশের ভোপালের ঘটনা।

মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা ৩২ বছর বয়সী আব্দুল আহমেদ ফারহান। পরিবারে রয়েছেন ৬৭ বছর বয়সী মা আসমা ফারুখ, দাদা ও বৌদি। স্নাতক পাস ফারহান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফারহান মনে করত তাকে বিয়ে দেওয়ায় তার মায়ের কোনও আগ্রহ নেই। এই বিষয়কে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে অনেকদিন ধরেই বোঝাপড়া নেই। তবে ফারহানের মা তাকে বিয়ের আগে একটি চাকরি খুঁজতে বলতেন বলে জানা গিয়েছে। চাকরি না থাকার কারণে ছেলের বিয়েতে রাজি হতেন না। তবে এই বিষয়টিই ভাল লাগেনি ফারহানের। সে নিয়মিত ডাইনি, রাক্ষসের ভিডিয়ো দেখত ইন্টারনেটে। তারপর থেকে সে বিশ্বাস করতে শুরু করে যে তার মা ডাইনি। এবং তিনি ফারহানের বিয়েতে বারবার বাধা দিচ্ছেন।

গত মঙ্গলবার বাড়িতে দাদা-বৌদি ছিল না ফারহানের। সেই সুযোগে ক্রিকেটের ব্যাট ও লোহার রড দিয়ে মাকে আঘাত করে ফারহান। আর দাদা-বৌদি ফিরে এলে তাঁদের জানায় মা ছাদ থেকে পড়ে গিয়েছে। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোহ-ই-ফিজ়া থানার পুলিশ। গোটা ঘটনা সন্দেহজনক লাগায় ফারহানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে সে। সাব ইনস্পেক্টর প্রদীপ গুরজার জানিয়েছেন, ‘সে নিজের দোষ স্বীকার করেছে। ফারহান ডাইনিদের ভিডিয়ো দেখত ইন্টারনেটে। এবং বিশ্বাস করতে শুরু করেছিল তার মা ডাইনি এবং তার বিয়ে থামিয়ে দিতে চাইছে।’